Significance of The Title of ‘Of Studies’ | XI WBCHSE 2nd Semester

Significance of The Title of ‘Of Studies’ | XI WBCHSE 2nd Semester

Significance of The Title of 'Of Studies'
Significance of The Title of ‘Of Studies’

In ‘Of Studies’ the essayist Francis Bacon presents snippets of ‘wisdom’ in an aphoristic style. Within five hundred words he compresses all the uses and abuses of studies. The title being simple and devoid of any obscurity, takes the reader straight into the core of the subject. The reader cannot help getting absorbed in Bacon’s pithy comments on studies. Bacon presents a comprehensive description of his subject for the readers in a witty, aphoristic, and above all, quite effective manner. This is unique in the sense that the essayist has been able to fathom a topic as profound as studies in a rather condensed sort of writing. Reading is more than a delightful experience, it strengthens one’s character and enables serious readers to frame and execute policies. According to the essasist, bookworms are nothing more than couch potatoes. Simple men stand in awe of studies while the wise use it effectively. Choice of books is very important because very few books demand our absolute attention. Assimilation of knowledge moulds a character. The quick-witted people study a lot. Those who take notes while reading become systematic. The study of different subjects like history, poetry, philosophy or mathematics has various positive influences in the making of a complete man. Every human defect seems to have a ‘bookish’ remedy as physical exercises or sports have remedial effects on the body. Thus, the title “Of Studies’ successfully reflects the central theme of the essay clearly and hence is apt.

প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন তাঁর ‘অফ স্টাডিজ’ নামক প্রবন্ধে ‘জ্ঞান’ বিষয়টির উপর নানা সংক্ষিপ্ত ঝলক প্রদান করেছেন এক অননুকরণীয় প্রবচনাত্মক অর্থবহ ভঙ্গিতে। অনধিক পাঁচশত শব্দের মধ্যে ‘পাঠ্য’ বিষয়টির ভালো ও মন্দ দিকগুলি নিয়ে এই প্রবন্ধে তিনি সার্বিক আলোচনা করেছেন। প্রবন্ধটির নামকরণ অতি সরল ও সবরকম অস্পষ্টতা বর্জিত হওয়ায় পাঠক অতি সহজেই বিষয়বস্তুর মূলে পৌঁছে যায়। বেকনের শিক্ষা সম্পর্কিত বলিষ্ঠ মন্তব্যগুলিতে পাঠকের নিবিষ্ট হওয়া অবশ্যম্ভাবী হয়ে পড়ে। বেকন পাঠকদের জন্য এক বুদ্ধিদীপ্ত, সংক্ষিপ্ত ও অর্থবহ, এবং সর্বোপরি, এক প্রভাব বিস্তারকারী রীতিতে তাঁর বিষয়বস্তুর এক সর্বাঙ্গীন বর্ণনা প্রস্তুত করেন। এটি অভিনব এই অর্থে যে প্রাবন্ধিক অধ্যয়নের মতো এক গভীর বিষয়কে তলিয়ে দেখতে সক্ষম হয়েছেন একটি নিতান্ত সংক্ষেপিত ধরনের রচনার মধ্যে। পাঠের অভ্যাস পাঠকমনে এক আনন্দদায়ক অনুভূতি সৃষ্টি করার সঙ্গে পাঠকের চরিত্র গঠনে এবং চিন্তাশীল পাঠককে বিভিন্ন পরিকল্পনা রূপায়নে সাহায্য করে। প্রাবন্ধিকের মতে, ‘বইপোকা’ আর ‘গদিবিলাসীরা’ একই গোত্রের। সাধারণ মানুষেরা সুবিশাল পাঠ পদ্ধতির সামনে বিস্ময় বিমূঢ় হয়ে পড়ে, কিন্তু বুদ্ধিমান পাঠক তাকে যথার্থ রূপে ব্যবহার করতে সমর্থ হয়। পাঠ করার জন্য বই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব কম বই-ই পাঠকের অবিচলিত মনসংযোগ দাবি করতে সক্ষম। জ্ঞানসমৃদ্ধতা মানব চরিত্র নির্মাণ করে। বুদ্ধিমান ব্যক্তি সর্বদাই সুপাঠক হন। যাঁরা পড়তে পড়তে প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করেন তারা খুবই নিয়মানুবর্তী ও সুশৃঙ্খল হন। বিভিন্ন বিষয় যেমন ইতিহাস, পদ্য, দর্শন অথবা গণিত-এর পঠনপাঠন একজন সম্পূর্ণ মানুষ গড়ে তোলার ক্ষেত্রে নানান সদর্থক প্রভাব বিস্তার করে। মানব চিত্তের প্রতিটি অসুখের একটি করে ‘কেতাবি’ উপশম রয়েছে ঠিক যেমনভাবে বিভিন্ন খেলাধুলো বা শারীরিক ব্যায়ামের মানবদেহের রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে। সুতরাং ‘অফ স্টাডিজ’ শিরোনাম প্রবন্ধটির মূল ধারণাকে স্পষ্টভাবে প্রকাশ করেছে অতএব এটি যথোপযুক্ত।

Read More – Explore the symbolism of the Sheridan family’s Garden in the story

Leave a Comment