লেখক মুজতবা আলী বই কেনা এবং বই পড়ার বিষয়ে ধর্মের যে প্রসঙ্গ তুলে ধরেছেন, তা আলোচনা করো

লেখক সৈয়দ মুজতবা আলী ‘বই কেনা’ রচনায় বই কেনা ও পড়া প্রসঙ্গে প্রায় সব ধর্মের কথা এনেছেন। মুসলমান ধর্মের পবিত্র গ্রন্থ কোরানের বাণীতে বইয়ের প্রসঙ্গ রয়েছে আবার খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ‘বাইবেল’ শব্দের অর্থই বই। এই বই-ই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ এবং হিন্দুদের দেবতা গণপতি- যিনি জনগণের দেবতা তাঁরও এক হাতে বই থাকে। অর্থাৎ সমস্ত ধর্মে বই-ই গুরুত্বপূর্ণ একটি উপকরণ এবং বিভিন্ন ধর্মের বাণী, রীতিনিয়ম, উপদেশ, মাহাত্ম্যের উল্লেখ ধর্মগ্রন্থের মধ্যেই থাকে।

Leave a Comment