এই অংশটি লেখক সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থের অন্তর্গত ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।
‘আমাদের’ বলতে এখানে বাংলা ভাষার গ্রন্থের প্রকাশকদের কথা বলা হয়েছে।
রচনায় বই বা পুস্তক ছাপানোর কথা বলা হয়েছে।
ফরাসি ভাষার বই ফরাসি ভাষা ব্যবহারকারী প্রায় সকলেই কিনে পড়ে থাকে কিন্তু বাংলা ভাষার বই বাঙালিরা কিনতে চান না এবং বই পড়ার প্রতি একটি অনীহা দেখা যায়। তাই বাংলা বইয়ের প্রকাশক জানিয়েছেন যে, ফরাসি প্রকাশকরা নির্ভয়ে এক ঝটকায় বিশ হাজার বই ছাপাতে পারে কিন্তু ‘আমাদের’ অর্থাৎ বাংলা ভাষার প্রকাশকরা দু-হাজার বই ছাপিয়ে বিক্রি করতে গেলে নাভিশ্বাস উঠে যায়।