কৃষি-প্রযুক্তি ব্যবহারের ফলাফল আলোচনা করো

কৃষি প্রযুক্তি ব্যবহারের ফলাফল
ইউরোপে পঞ্চদশ-ষোড়শ শতক থেকে উন্নত যন্ত্রপাতি, কৃষি পদ্ধতি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে সামগ্রিকভাবে বৈপ্লবিক পরিবর্তন লক্ষ করা যায়, যার প্রভাব সমকালীন ইউরোপের আর্থসামাজিক ক্ষেত্রেও পড়েছিল।
(1) আর্থিক ফলাফল: ইউরোপীয় কৃষিক্ষেত্রগুলিতে প্রযুক্তি ব্যবহারের ফলে যেসব আর্থিক পরিবর্তন লক্ষ করা গিয়েছিল, তা নিম্নে আলোচনা করা হল।
- খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি: কৃষি পদ্ধতি ও প্রযুক্তির উন্নয়নের ফলে কৃষি উৎপাদন যথেষ্ট বৃদ্ধি পায়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে টম্যাটো, ফুলকপি, আলু, গাজর ইত্যাদি হরেকরকম ফসল বহুল পরিমাণে উৎপাদিত হতে থাকে। দেশের অভ্যন্তরীণ প্রয়োজন মিটিয়েও উদ্বৃত্ত শস্য বিক্রির মাধ্যমে কৃষকের জীবনে সুখস্বাচ্ছন্দ্য নেমে আসে।
- বাণিজ্যিক ফসলের চাষ: কৃষিক্ষেত্রে খাদ্যশস্য ছাড়াও এই সময় বাণিজ্যিক ফসল (Cash Crops) ফলানো শুরু হয়। ফলে এই সকল উৎপাদিত পণ্য বাণিজ্যের প্রসার ঘটায়।
- জমির সঠিক ব্যবহার: কৃষিতে প্রযুক্তির ব্যবহার এবং আবর্তন পদ্ধতি বা Rotation System -এর মাধ্যমে চাষ করে জমিতে ফসল উৎপাদন যেমন বৃদ্ধি পায় তেমনই বৃহৎ আকারের কৃষি কার্যক্রম পরিচালনা করাও সহজ হয়। এর ফলে জমির ব্যবহার আরও কার্যকর হয়ে ওঠে।
- কৃষকদের দুর্বিষহ পরিস্থিতি: কৃষিপণ্যের মূল্যবৃদ্ধির ফলে কৃষকরা একটু লাভের মুখ দেখে। তবে তা দীর্ঘস্থায়ী ছিল না। কারণ, দরিদ্র ও প্রান্তিক কৃষকদের উপর ভূস্বামী বা অভিজাতদের শোষণের ফলে তাদের অবস্থা হয়ে ওঠে দুর্বিষহ।
(2) সামাজিক ফলাফল: কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ফলে সামাজিক ক্ষেত্রেও বেশকিছু পরিবর্তন এসেছিল।
- কৃষকদের অর্থানতিক রূপান্তর: বেষ্টনী প্রথার ফলস্বরূপ, ইংল্যান্ডে গরিব চাষিরা জমি বিক্রি করে ভূমিহীন হয়ে পড়ে। আর অন্যদিকে ধনী চাষিরা জমি কিনে বড়ো খামারগুলির মালিকে পরিণত হয়।
- গ্রাম থেকে নগরে পরিব্রাজন: ইউরোপের গ্রামগুলি থেকে অসহায় চাষি ও কৃষিশ্রমিকেরা কর্মসন্ধানে শহরগুলিতে এসে ভিড় করে। ফলে গ্রামগুলি হয়ে পড়ে শ্রীহীন। তবে সবশেষে বলা যায় যে, প্রযুক্তির অগ্রগতি কৃষিক্ষেত্র থেকে সূচিত হলেও তা পরিণতি লাভ করেছিল শিল্পক্ষেত্রে গিয়ে। আর সেইসঙ্গে শোষক-শোষিত সম্পর্কও পেয়েছিল নতুন এক মাত্রা।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর