![]() |
অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা |
অরণ্য সংরক্ষণ বলতে আমরা সেই প্রক্রিয়াকে বুঝি যার দ্বারা সুপরিকল্পিত ও নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে অরণ্য সম্পদকে রক্ষা করা হয় এবং মানুষ তার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যগুলি বনভূমি থেকে পেতে পারে।
পদ্ধতি: অরণ্য সংরক্ষণে ব্যবহৃত পদ্ধতিগুলি হল–
- পশুচারণ নিয়ন্ত্রণ।
- অপ্রয়োজনীয় বৃক্ষচ্ছেদন রোধ ও কাঠ পাচারকারী দমন।
- অরণ্যের যথাযথ রক্ষণাবেক্ষণ। গাছ কাটার ক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি ও যুক্তিযুক্ত পদক্ষেপ নেওয়া।
- অরণ্য সংরক্ষণ সম্বন্ধে সঠিক জনচেতনা গড়ে তোলা।
প্রয়োজনীয়তা: অরণ্য সংরক্ষণের ফলে–
- মৃত্তিকা সংরক্ষিত হয়।
- বন্যপ্রাণীরা নির্ভয়ে বাস করার জায়গা পায়।
- বৃষ্টিপাতও সঠিক পরিমাণে হয়।
- বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ে।
- অরণ্যভিত্তিক নানা শিল্প, যেমন- কাষ্ঠ শিল্প, কাগজ শিল্প, পর্যটন শিল্পের বিকাশ ঘটে।