আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো

আইনের অর্থ
রাষ্ট্র ও রাজনীতির প্রধান বিষয় হল আইন। টিউটনীয় Lag শব্দটি থেকে আইনের ধারণাটির উৎপত্তি, যার অর্থ হল স্থাপন করা বা সঠিক স্থানে কোনো বস্তুকে রাখা। আভিধানিক অর্থে আইন হল কোনো নির্দিষ্ট কর্তৃপক্ষ আরোপিত আচরণবিধি। ব্যাপক ও সংকীর্ণ উভয় অর্থে আইনের ব্যাখ্যা-
ব্যাপক অর্থ
ব্যাপক অর্থে আইন বলতে সমাজে প্রচলিত নানান রকমের প্রথা, আইন, নৈতিক বিধিসমূহ এবং প্রাকৃতিক নিয়মকানুনকে বোঝায়।
সংকীর্ণ অর্থ
সংকীর্ণ অর্থে আইন বলতে বোঝায়, সার্বভৌম রাষ্ট্রশক্তি কর্তৃক স্বীকৃত ও বলবৎযোগ্য মানুষের বাহ্যিক আচার-আচরণ নিয়ন্ত্রণকারী নিয়মসমূহ।
আইনের প্রকৃতি
আইনের বিভিন্ন তাত্ত্বিক ব্যাখ্যা থেকে আইনের প্রকৃতিকে বিচার করা যায়। দুটি পরিপ্রেক্ষিতে আইনের প্রকৃতিকে বিশ্লেষণ করা যায়। যথা- বিভিন্ন গুরুত্বপূর্ণ মতবাদের পরিপ্রেক্ষিতে এবং মূলগত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ মতবাদের পরিপ্রেক্ষিতে আইনের প্রকৃতি বিশ্লেষণ
ভাববাদী মতবাদ
ভাববাদী রাষ্ট্রবিজ্ঞানীরা আইনের প্রকৃতি বিচার- বিশ্লেষণের জন্য বাস্তব জগতের পরিবর্তে নৈতিক মানদণ্ডকে গ্রহণ করার পক্ষপাতী। গ্রিক দার্শনিকগণ (অ্যারিস্টট্ল-সহ) আইনকে যুক্তির প্রকাশ বলে মনে করেন। অপরদিকে হেগেল-এর মতে, আইন হল সমাজের প্রজ্ঞা ও সর্বোচ্চ নীতির অভিব্যক্তি।
ঐতিহাসিক মতবাদ
এই মতবাদকে সমর্থন করেছেন-হেনরি মেইন, পোলক, মেইটল্যান্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা। তাঁদের মতে, আইনকে সকল সময় সার্বভৌমের আদেশ বলা যায় না। কারণ এই আইনের পশ্চাতে প্রথা ও ঐতিহ্যের সমর্থন রয়েছে। হেনরি মেইন বিশ্বাস করতেন, ঐতিহাসিক পরিস্থিতি ও শাশ্বত পরিবর্তন মেনেই আইন নির্ধারিত হয়।
সমাজতাত্ত্বিক মতবাদ
দ্যুগুই, ক্র্যাবে, ল্যাস্কি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী এই মতবাদের সমর্থক। দ্যুগুই মনে করেন, আইন হল সমাজে মানুষের আচরণ-নিয়ন্ত্রণকারী নিয়ম।
মূলগত বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আইনের প্রকৃতি বিশ্লেষণ
আইন হল মানবসমাজের প্রতিফলন
রাষ্ট্রবিজ্ঞানী উইলসন-এর মতে, আইন হল মানুষের চিন্তাধারার প্রতিচ্ছবি এবং একটি সক্রিয় শক্তির প্রকাশ।
বাহ্যিক জীবনকে নিয়ন্ত্রণ
আইন কেবলমাত্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে। মানুষের যেসকল আচরণ রাষ্ট্রের উদ্দেশ্যের সঙ্গে জড়িত কেবলমাত্র সেই সকল আচরণই রাষ্ট্রীয় আইনের দ্বারা নিয়ন্ত্রিত হয়।
উপরোক্ত আলোচনার মাধ্যমে আইনের প্রকৃতিকে দুই-দিক থেকে বিশ্লেষণ করা হল। এর মাধ্যমে বোঝা গেল যে, আইনের প্রকৃতি সমাজিক প্রেক্ষাপটের ভিত্তিতে বিভিন্ন ধরণের হয়ে থাকে।
Read More – Explore the symbolism of the Sheridan family’s Garden in the story