আইনের সংজ্ঞা দাও। আইনের বৈশিষ্ট্যগুলি কী কী

আইনের সংজ্ঞা
আইন সেই সমস্ত নিয়ম, যার মাধ্যমে সমাজের কল্যাণ সাধিত হয়। আইনকে সবসময় অভিজ্ঞতা দিয়ে বুঝতে হয়। অনিত্য আইন বলে কোনো ধারণা নেই, আইন হল মূলত – মানুষের কৃতিত্বের সমগ্র প্রকাশ “.. the product of totality of human achievements.” তবে আইনের সংজ্ঞা নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মধ্যে মতভেদ লক্ষ করা যায়।
জন অস্টিন: জন অস্টিন-এর মতে, আইন হল সার্বভৌমের আদেশ (Law is the command of the sovereign)। তাঁর মতে, আইন হল অধস্তনের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ। রাজনৈতিক সমাজে সার্বভৌমই হল সেই সুনির্দিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে নিজে কোনো আদেশের বশবর্তী নয়, কিন্তু যার আদেশ অন্য সকলের কাছে শিরোধার্য।
হল্যান্ড: হল্যান্ড-এর মতে, আইন হল মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী সেই সমস্ত নিয়ম, যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রযুক্ত হয়।
হেনরি মেইন : হেনরি মেইন বলেন, সমাজে প্রচলিত সকল আইনকেই সার্বভৌম কর্তৃত্বের আদেশ বলে ধরে নিলে তা ভুল হবে। এমন বহু আইন আছে যা সম্পূর্ণভাবেই প্রথাগত, কোনো সার্বভৌম কর্তৃক প্রণীত হয়নি।
গেটেল: গেটেল আইন বলতে, শুধুমাত্র সেই সমস্ত নিয়মকে বুঝিয়েছেন, যা রাষ্ট্র সৃষ্টি, স্বীকার ও বলবৎ করে।
মার্কসবাদী: মার্কসবাদীদের দৃষ্টিতে শ্রেণিসমাজের স্বার্থে ও প্রয়োজনেই আইনের সৃষ্টি হয়েছে। তাঁদের মতে, আর্থিক ব্যবস্থার বিন্যাস ও বণ্টনের উপর আইনের চরিত্র নির্ভরশীল। তাই মার্কসবাদী তাত্ত্বিক ভিশিঙ্কি-র মতে, আইন বলতে সেই সমস্ত আচরণবিধিকে বোঝায়, যার মাধ্যমে প্রতিপত্তিশালী শ্রেণির ইচ্ছা প্রকাশ লাভ করে।
আইনের বৈশিষ্ট্য
- সাবেকি ও আধুনিক ভিশিনস্কি দৃষ্টিকোণ থেকে আইনের বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হল-
- আইন হল কতকগুলি বিধিবদ্ধ আচার-আচরণ।
- আইন মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণকারী নিয়ম। মানুষের চিন্তাভাবনার উপর আইনের নিয়ন্ত্রণ থাকে না।
- রাষ্ট্রই সার্বভৌম সংস্থা হিসেবে আইনি ব্যবস্থাকে বজায় রাখে। রাষ্ট্র কর্তৃক আরোপিত বিধিই হল আইন এবং এর দ্বারা নাগরিক জীবনের সীমারেখা স্থির হয়। রাষ্ট্রের সভ্য হিসেবে ব্যক্তির ক্ষেত্রে রাষ্ট্রীয় আইন বাধ্যতামূলক।
- আইন গতিশীল এবং দেশকালভেদে পরিবর্তনশীল।
- আইন প্রথা, রীতিনীতির ঊর্ধ্বে অবস্থান করে বলেই আইনের পিছনে সার্বভৌম শক্তির সমর্থন থাকে, যার ফলে আইন সবার উপরে অবস্থান করে।
- আইন হল সর্বজনীন, সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট, যা সমাজের প্রতিটি জনগণের উপর সমভাবে প্রযোজ্য।
- মার্কসবাদীদের মতে, শ্রেণিবিভক্ত সমাজে আইন কখনও সর্বজনীন হতে পারে না। যারা আসলে অর্থনৈতিক দিক থেকে বিত্তশালী তারা নিজেদের স্বার্থে আইনকে ব্যবহার করে।
পরিশেষে বলা যায় যে, আইন হল সেইসব নিয়ম, যার মাধ্যমে সমাজের কল্যাণ সম্ভব। রুডল্ফ স্ট্যামলার বলেছেন, আইনের পিছনে আছে সমষ্টিগত ইচ্ছা ও সামাজিক লক্ষ্যসমূহ।
আরও পড়ুন – আইনের অর্থ ও প্রকৃতি বিশ্লেষণ করো