ইংল্যান্ডে কেন শিল্পবিপ্লব শুরু হয়েছিল

ইংল্যান্ডে কেন শিল্পবিপ্লব শুরু হয়েছিল
ইংল্যান্ডে কেন শিল্পবিপ্লব শুরু হয়েছিল?
শিল্পবিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল, তাই ইংল্যান্ডে শিল্পবিপ্লব শুরু হওয়ার কারণগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল-
  • টিউডর, স্টুয়ার্ড ও হ্যানোভার বংশের শাসনকালে ইংল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা। 
  • ইংল্যান্ডের ভূ-গর্ভে কয়লা, লোহা, টিন ও তামার বিশাল ভাণ্ডার। 
  • তৎকালীন ইংল্যান্ডের নিত্যনতুন বৈজ্ঞানিক আবিষ্কার, যেমন ফ্লাইং শাটল (১৭৩৩ খ্রি., ব্লাস্ট ফারনেস (১৭৬০ খ্রি.), বাষ্পীয় ইঞ্জিন (১৭৮১ খ্রি.), সেফ্টি ল্যাম্প (১৮১৫ খ্রি.), বাষ্পীয় জাহাজ (১৮১৫ খ্রি.) প্রভৃতি। 
  • চারিদিকে সমুদ্রঘেরা দ্বীপপুঞ্জ ইংল্যান্ডের অসংখ্য খাল, নদী ও সমুদ্রপথে কম খরচে ভারী পণ্য পরিবহণ করা যেত। 
  • কৃষি বিপ্লবের সুবাদে কৃষিজাত কাঁচামাল ও খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা ইংল্যান্ডে তার কৃষিক্ষেত্রে নিয়োজিত পুঁজির বিরাট মুনাফাকে শিল্পবিপ্লবের মূলধন হিসেবে সার্থকভাবে কাজে লাগিয়েছিল। 
  • পৃথিবীর দেশে দেশে ইংল্যান্ডের উপনিবেশ ও বাণিজ্যের বিস্তৃতির ফলে ইংল্যান্ডে পণ্যসামগ্রী বিক্রির বিশাল বাজার পেয়েছিল। এসবের ফলশ্রুতিতে ইংল্যান্ডে শিল্পবিপ্লবের অনুকূল পরিবেশ গড়ে ওঠে।

Leave a Comment