উইলসনের 14 দফা নীতি সম্পর্কে টীকা

টীকা লেখো: উড্রো উইলসনের চোদ্দো দফা শর্ত
টীকা লেখো: উড্রো উইলসনের চোদ্দো দফা শর্ত।

ভূমিকা

১৯১৮ খ্রিস্টাব্দের ৮ জানুয়ারি আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন মিত্রপক্ষ ও জার্মানির মধ্যে স্থায়ীর শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে চোদ্দোটি শর্ত সম্বলিত এক ঘোষণা জারি করেন, তা ‘চোদ্দো-দফা শর্ত’ নামে পরিচিত।

চোদ্দো-দফা শর্ত

শর্তগুলি হল: 
(১) সমস্ত আন্তর্জাতিক শান্তিচুক্তি প্রকাশ্যে আলোচিত হবে এবং গোপন চুক্তি ব্যবস্থা বর্জিত হবে; 
(২) সমস্ত রাষ্ট্র সমুদ্রপথে জাহাজ চালাবার পূর্ণ স্বাধীনতা পাবে; 
(৩) যুদ্ধোপকরণ হ্রাস করতে হবে; 
(৪) সমস্ত দেশের মধ্যে অর্থনৈতিক বাধানিষেধ অপসারণ করা হবে; 
(৫) ঔপনিবেশিক দাবি নির্ধারণে ঔপনিবেশিক সরকারের সঙ্গে স্থানীয় জনসাধারণের স্বার্থ সমভাবে বিচার করতে হবে; 
(৬) সমস্ত রুশ অঞ্চল থেকে সৈন্য অপসারণ এবং রাশিয়া সম্পর্কে সহযোগিতাপূর্ণ আচরণ; 
(৭) বেলজিয়াম থেকে সৈন্য প্রত্যাহার; 
(৮) সমগ্র ফরাসি অঞ্চলের মুক্তিসাধন; 
(৯) জাতীয়তাবাদের ভিত্তিতে ইটালির সীমারেখার পুনর্বিন্যাস; 
(১০) অস্ট্রিয়া ও হাঙ্গেরির জনসাধারণকে স্বাধীনভাবে উন্নতিসাধনের ব্যবস্থা; 
(১১) রোমানিয়া, সার্বিয়া ও মন্টিনিগ্রো থেকে সৈন্য অপসারণ; 
(১২) তুরস্ক সাম্রাজ্যের তুর্কি অংশের সার্বভৌমত্ব স্বীকার; 
(১৩) পোল্যান্ডকে স্বাধীন রাষ্ট্ররূপে পুনর্গঠন করতে হবে; 
(১৪) ভবিষ্যতে যুদ্ধ নিবারণের জন্য একটি জাতিসংঘ (‘A general association of nations’) সংগঠন করতে হবে।

উপসংহার

এই চোদ্দো দফা নীতির ভিত্তিতে জার্মানির সঙ্গে মিত্রপক্ষের যুদ্ধবিরতি ঘটে এবং শান্তি সম্মেলন আহূত হয়। তবে উইলসনের এই চোদ্দো দফা শর্তের যথাযথ প্রয়োগ হয়নি। তথাপি উইলসন ‘জাতিসংঘের জনক’ নামে স্মরণীয় হয়ে আছেন।

Leave a Comment