![]() |
উত্তরবঙ্গের নদীগুলি বন্যাপ্রবণ কেন? |
পশ্চিমবঙ্গের উত্তরে জলপাইগুড়ির দক্ষিণ, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলা নিয়ে ‘উত্তরের সমভূমি অঞ্চল’ গঠিত। এই সমভূমি অঞ্চলে প্রায়ই বন্যার সৃষ্টি হয়।
বন্যাপ্রবণ হওয়ার কারণ
নিম্ন সমতল ভূমি অবস্থান: কালিন্দী নদীর বামতীরের অংশ অর্থাৎ ‘তাল’ অঞ্চলের কোচবিহার, উত্তর দিনাজপুর ও মালদা জেলার পশ্চিমাংশের ভূমিভাগ পার্শ্ববর্তী অঞ্চল অপেক্ষা বেশ নীচু হওয়ায় বর্ষাকালে জলের চাপে বন্যার সৃষ্টি হয়।
প্রায়শই নদীর গতিপথের পরিবর্তন: উত্তরের সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মহানন্দা, কালিন্দী, জলঢাকা, তোর্সা প্রভৃতি নদীগুলি অত্যন্ত ধীর গতিসম্পন্ন হওয়ায় বাধাপ্রাপ্ত হয়ে গতিপথের প্রায়ই পরিবর্তন হয়, ফলে বর্ষার সময় জলের গতিবেগ বেশি হওয়ায় প্লাবন দেখা দেয়। 0081
অগভীর নদীখাত : ক্ষয়কার্যের ফলে মহানন্দা, কালিন্দী, জলঢাকা, তোর্সা প্রভৃতি নদীখাতে পলি, বালি, নুড়ি, কাঁকর সঞ্চিত হওয়ায় নদীখাত অগভীর হয়ে পড়ে। ফলে প্রবল জলের চাপে নদীর দুকূল ছাপিয়ে পার্শ্ববর্তী অংশে বন্যার সৃষ্টি হয়। উপরিউক্ত কারণে পশ্চিমবঙ্গের উত্তরের সমভূমি অঞ্চল বন্যাপ্রবণ।