“একটু ঘুমোনোর জো নেই! কী এক নাইনির তাল হইছে” -অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? কে, কাকে এই কথাগুলি বলেছে? অংশটির তাৎপর্য আলোচনা করো।

আলোচ্য অংশটি গণনাট্য আন্দোলনের পথিকৃৎ নাট্যকার বিজন ভট্টাচার্যের একাঙ্ক নাটক ‘আগুন’ থেকে নেওয়া হয়েছে।

বক্তা পুরুষ নামক চরিত্রের ছেলে নেত্য বা নিতু বা নিতাই তার মাকে উদ্দেশ করে এ কথা বলেছে।

বাংলার খাদ্যসংকটের সময় একটাই চিন্তা-কীভাবে দু-মুঠো খাদ্য জোগাড় করে পেটের জ্বালা মেটাবে। এ বক্তব্যই নাট্যকার নাটকে চিত্রিত করেছেন। তাই নাটকের প্রথম দৃশ্যে দেখা যায়, পুরুষ নামক চরিত্রটি ভোরবেলা ঘুম থেকে উঠেই রেশনের লাইন থেকে খাদ্য সংগ্রহের বিষয়ে চিন্তা করেছে এবং তার স্ত্রী নেত্যর মা এবং ছেলে নেত্যকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে কাজকর্ম মিটিয়ে রেশনের লাইনে গিয়ে চাল তথা খাদ্য সংগ্রহ করার কথা মনে করিয়ে দিয়েছে। তাই নেত্য ও নেত্যর মা ঘুমিয়ে থাকলে পুরুষ তাদের বারবার জাগিয়ে তুলে তাড়াতাড়ি রেশনের লাইনে গিয়ে চাল সংগ্রহের কথা বলেছে। ফলে নেত্যর মা ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্মের জন্য প্রস্তুত হলেও নেত্য অলসতা কাটিয়ে ঘুম থেকে উঠতে পারে না। শেষে নেত্য মায়ের ডাকে ঘুম থেকে উঠে রেশনের চালের লাইন এবং খাদ্য সংগ্রহের পদ্ধতি সম্পর্কে বিরক্তি প্রকাশ করেছে।

Leave a Comment