![]() |
কংসাবতীকে ‘মেদিনীপুরের দুঃখ’ বলা হয় কেন? |
কংসাবতী নদীর গতিপথ: কাঁসাই বা কংসাবতী নদীটি পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় থেকে উৎপন্ন হয়ে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অবশেষে হুগলি নদীতে মিশেছে।
‘মেদিনীপুরের দুঃখ’ বলার কারণ
মৃদু ভূমি ঢাল: কংসাবতী নদীর উৎস থেকে মধ্য প্রবাহ পর্যন্ত ভূমির ঢাল বেশি থাকার কারণে ওই অঞ্চলে জল জমতে না পারলেও নদীর নিম্নপ্রবাহ অর্থাৎ পূর্ব মেদিনীপুর জেলায় ভূমির ঢাল একেবারে কমে যাওয়ায় উৎস অঞ্চলে অধিক বৃষ্টিপাত হলে মেদিনীপুর জেলাটি বন্যায় প্লাবিত হয়।
অগভীর নদীখাত: কংসাবতী নদীর গভীরতা খুবই কম হওয়ায় বর্ষার সময় জলের চাপে নদীর দুকূল প্লাবিত হয়ে মেদিনীপুর জেলার অধিকাংশ স্থান জলমগ্ন হয়ে পড়ে এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয় বলে এই নদীকে ‘মেদিনীপুরের দুঃখ’ বলা হয়।