কনকুইসটেডর্স (Conquistadors) কাদের বলা হয়

কনকুইসটেডর্স (Conquistadors) কাদের বলা হয়

কনকুইসটেডর্স (Conquistadors) কাদের বলা হয়
কনকুইসটেডর্স (Conquistadors) কাদের বলা হয়

ভূমিকা

পঞ্চদশ শতক থেকে ইউরোপের বিভিন্ন দেশ যে ভৌগোলিক অভিযান শুরু করেছিল, সেই সংক্রান্ত একটি শব্দ হল কনকুইসটেডর্স। যার অর্থ-নতুন দেশ বিজয়ী বা দখলকারী। মূলত পঞ্চদশ-সপ্তদশ শতকের স্পেনীয় এবং পোর্তুগিজ নাবিকদের মধ্যে ও যারা নতুন অঞ্চল দখল করে নিজের দেশের উপনিবেশ স্থাপন করেন ঐ তাদেরই ‘কনকুইসটেডর্স’ বলা হয়।

(1) বৈশিষ্ট্য: অন্যান্য সকল অভিযাত্রী আবিষ্কারকদের থেকে কনকুইসটেডর্সদের মূল বৈশিষ্ট্যগত পার্থক্য হল-এরা অজানা অঞ্চল আবিষ্কার করে সেখানকার স্থানীয় মানুষ ও সভ্যতাকে অস্ত্রবলে পরাভূত এমনকি ধ্বংস করে, লুটপাট করে নিজেদের সাম্রাজ্যভুক্ত করেছিল।

(2) কোর্টেসের অভিযান: স্পেনীয় নাবিক হার্নান কোর্টেস ১৫১৯ খ্রিস্টাব্দে মেক্সিকো অভিযান করে সেখানকার প্রাচীন অ্যাজটেক সভ্যতা ধ্বংস করেন ও অসংখ্য আদিবাসীদের নির্বিচারে হত্যা করেন। ১৫২৫ খ্রিস্টাব্দের মধ্যে দক্ষিণ ও মধ্য আমেরিকার বিস্তীর্ণ অঞ্চল স্পেনীয় সাম্রাজ্যভুক্ত করেন কোর্টেস।

(3) পিজারোর অভিযান: স্পেনের ফ্রান্সিসকো পিজারো ১৫৩২ খ্রিস্টাব্দে পেরু অভিযান করেন এবং সেখানকার আদি অধিবাসী ইনকাদের নির্বিচারে হত্যা করে ইনকা সভ্যতা ধ্বংস করেন।

মূল্যায়ন

স্পেনের পেড্রো আলভারাডো, ডিয়েগো আলমারগো, পোর্তুগিজ আলবুকার্ক সহ বহু কনকুইসটেডর্স তাদের অস্ত্রবলে এশিয়া, আফ্রিকা ও আমেরিকার বহু অঞ্চলকে উপনিবেশে পরিণত করেন।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment