কনফুসিয়াসের শিক্ষাদর্শ, বাণী ও তার তাৎপর্য বিশ্লেষণ করো

কনফুসিয়াসের শিক্ষাদর্শ, বাণী ও তার তাৎপর্য বিশ্লেষণ করো

কনফুসিয়াসের শিক্ষাদর্শ, বাণী ও তার তাৎপর্য বিশ্লেষণ করো
কনফুসিয়াসের শিক্ষাদর্শ, বাণী ও তার তাৎপর্য বিশ্লেষণ করো

প্রাচীন চিনের একজন প্রবাদপ্রতিম ব্যক্তিত্ব হলেন কনফুসিয়াস। মার্কিন ঐতিহাসিক জন কে ফেয়ারব্যাঙ্ক (John K Fairbank) তাঁকে চিনের আদি পেশাদার শিক্ষক ও দার্শনিক হিসেবে অভিহিত করেছেন। কনফুসিয়াসের শিক্ষাদর্শ এবং বাণী, প্রাচীন কাল থেকে আধুনিক যুগের সূচনা পর্যন্ত চিনের সমাজ, রাষ্ট্রনীতি ও শিক্ষাব্যবস্থায় সুদূরপ্রসারী প্রভাব ফেলেছিল।

কনফুসিয়াসের শিক্ষাদর্শ

কনফুসিয়াস মাত্র ২২ বছর বয়সে শিক্ষাব্রত গ্রহণ করেছেন। তিনি তাঁর জীবনের বেশিরভাগ সময় জুড়েই গৃহশিক্ষক হিসেবে কর্মরত থেকেছেন। নিজগৃহে তিনি একটি শিক্ষায়তনও (শতদর্শন শিক্ষায়তন) প্রতিষ্ঠা করেছিলেন। কনফুসিয়াসের শিক্ষায়তনের দ্বার ছিল সকলের জন্য উন্মুক্ত।

(1) শিক্ষার্থীর আচরণ: কনফুসিয়াস পোশাক-পরিচ্ছদ কিংবা আহারাদির ব্যাপারে ছাত্রদের যত্ন নিতে বিশেষভাবে নিষেধ করতেন। তিনি মনে করতেন, ‘যে সত্যসন্ধানী শিক্ষার্থী মন্দ খাদ্য খেতে কিংবা মলিন বসন পরিধান করতে লজ্জা পায়, তার সঙ্গে বাক্যালাপ করা উচিত নয়।’ তিনি গুরুজনদের প্রতি ভক্তি, পিতা-মাতার আদেশ পালন, সত্য কথা বলা, সকলের প্রতি ভদ্র আচরণ করা অবশ্যপালনীয় কর্তব্য বলে মনে করতেন।

(2) শিক্ষার বিষয়: কনফুসিয়াস শিক্ষার ক্ষেত্রে ইতিহাস, পদ্য, ব্যাবহারিক সৌজন্য বা শালীনতার নিয়মাবলি – এই তিনটি বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করেন। প্রথমদিকে তাঁর শিক্ষার্থীর সংখ্যা কম থাকলেও, পরবর্তীতে বেড়ে প্রায় তিন হাজার হয়ে দাঁড়িয়েছিল।

বাণীসমূহ

কনফুসিয়াস প্রধানত শিক্ষাজগতের মানুষ হলেও তিনি নিজ হাতে মাত্র একটি গ্রন্থই রচনা করেছেন। বইটি হল- Annals of the State of Lu বা লু রাজ্যের ইতিবৃত্ত। এই গ্রন্থটি থেকে তাঁর মতাদর্শ সম্পর্কে জানা যায়। এ ছাড়া Analects গ্রন্থে তাঁর বক্তব্যগুলি লিপিবদ্ধ হয়েছে। কনফুসিয়াসের বাণীগুলি হল-

  •  মানুষের মাঝে যদি নৈতিকতার উন্নতি না ঘটে, শুধুমাত্র আইন দিয়ে মানুষকে সংযত করা সম্ভব নয়।
  • নিপীড়ক সরকার বাঘের চেয়েও ভয়ংকর।
  • প্রকৃত জ্ঞান হল একজনের অজ্ঞতার সীমাকে জানা।
  • সমমর্যাদার মানুষের সঙ্গে বন্ধুত্ব করা উচিত।
  • ভুল শুধরে নিতে দ্বিধা কোরো না- ইত্যাদি।

(1) তাৎপর্য: বস্তুত, কনফুসিয়াসের শিক্ষাদর্শ ও তাঁর বক্তব্যসমূহ চিনের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছিল পূর্ব এশিয়ার দেশে দেশে। তিনি মূলত নীতিবাদী দার্শনিক ছিলেন। তাঁর শিক্ষার মূলভিত্তি হল নীতিজ্ঞান, যা চিনা জনমানসে এক স্থায়ী চিহ্ন রেখে যেতে সক্ষম হয়েছিল।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment