কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের মধ্যে মিল ও অমিল
![]() |
কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের মধ্যে মিল ও অমিলগুলি কী কী |
কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের মধ্যে মিল
(i) নৈতিকতার উপর জোর: তিনটি ধারণাই নৈতিক জীবনযাপনের উপর জোর দেয়। (a) কনফুসিয়াসবাদ ‘রেন’ ধারণার উপর ভিত্তি করে নীতিশাস্ত্র প্রদান করে। (৮) তাও ‘তাও’ ধারণার মাধ্যমে নৈতিক জীবনের নীতিমালা প্রদান করে। (c) শিন্টো ‘কামি’ (ঈশ্বর)-এর প্রতি শ্রদ্ধা ও নৈতিক জীবনযাপনের উপর জোর দেয়।
(ii) সামাজিক সামঞ্জস্য: তিনটি ধারণাই সামাজিক সামঞ্জস্য ও স্থিতিশীলতার উপর জোর দেয়। (a) কনফুসিয়াসবাদ ‘পরিবার’ ও ‘রাষ্ট্র’-কে কেন্দ্র করে সামাজিক নীতিমালা প্রদান করে। (চ) তাও ‘তাও-এর মাধ্যমে সামাজিক ভারসাম্য ও সামঞ্জস্যের ধারণা প্রদান করে। (c) শিন্টো ‘কামি’ (ঈশ্বর)- এর প্রতি শ্রদ্ধা ও সামাজিক শৃঙ্খলার উপর জোর দেয়।
(iii) প্রকৃতির প্রতি শ্রদ্ধা: তিনটি ধারণাই প্রকৃতির প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখায়। (a) কনফুসিয়াসবাদ প্রকৃতিকে মানুষের নীতিশাস্ত্রের অনুপ্রেরণা হিসেবে দেখে। (৮) তাও ‘তাও’ ধারণাকে প্রকৃতির সাথে মিলিত হওয়ার নীতি হিসেবে ব্যাখ্যা করে। (c) শিন্টো ‘কামি’ (ঈশ্বর)-কে প্রকৃতিতে বিদ্যমান বলে মনে করে।
কনফুসিয়াস, তাও ও শিন্টো ধর্মের মধ্যে অমিল
(i) ঈশ্বরের ধারণা: (a) কনফুসিয়াসবাদ ঈশ্বরের ধারণার উপর স্পষ্ট জোর দেয় না। (b) তাও ঈশ্বরের ধারণাকে পুরোপুরি বাদ দেয়। (c) শিন্টো ‘কামি’ (ঈশ্বর) ধারণার উপর ভিত্তি করে তৈরি।
(ii) জীবনের উদ্দেশ্য: (a) কনফুসিয়াসবাদ নৈতিক জীবনযাপন ও সামাজিক দায়িত্বপালনকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে। (৮) তাও ‘তাও’-এর সাথে মিলিত হওয়াকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে। (c) শিন্টো ‘কামি’ (ঈশ্বর)-এর প্রতি শ্রদ্ধা ও পূজা করাকে জীবনের উদ্দেশ্য হিসেবে দেখে।
(iii) মানুষের প্রকৃতি: (a) কনফুসিয়াসবাদ মানুষকে সহজাত- ভাবে ভালো বলে মনে করে। (b) তাও মানুষকে ‘তাও’-এর সাথে মিলিত হওয়ার মাধ্যমে ভালো হতে বলে। (c) শিন্টো মানুষকে ‘কামি’ (ঈশ্বর)-এর প্রতি শ্রদ্ধাশীল হতে বলে।