কনফুসীয় মতবাদে আনুগত্যের ধারণাটি কী ছিল? চিনে সরকারি চাকুরিতে নিয়োগ পরীক্ষায় কনফুসীয়বাদের প্রভাব লেখো

চিনের ইতিহাসে রাজনৈতিক আদর্শ, সামাজিক সংগঠন এবং নৈতিক মূল্যবোধ গঠনে যাঁর প্রভাব সবচেয়ে বেশি, তিনি হলেন কনফুসিয়াস। কনফুসিয়াসের শিক্ষাই সেদেশে ঐতিহ্যবাদ ও রক্ষণশীলতাকে সুদৃঢ় করেছিল। বার্ট্রান্ড রাসেল বলেছেন, কনফুসিয়াস চিনদেশে এমন কিছু কাজ করেছেন, যাকে কয়েকটা ক্ষেত্রে গ্রিসে সোলন (Solon) এবং লাইকারগাসের (Lycurgus) কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করা চলে।
কনফুসীয় মতবাদে আনুগত্যের ধারণা
(1) কর্মপ্রার্থী: চিনে বেসামরিক সরকারি কাজে নিযুক্তির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজন করা হত। সেদেশে কর্মপ্রার্থী শিক্ষিত তরুণ ছাত্রদল কনফুসীয় শিক্ষাদর্শে শিক্ষিত ছিলেন। এই সামাজিক শ্রেণির উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে জড়িত ছিল আনুগত্য গুণ।
(2) মন্ত্রী: চিনে রাজনৈতিক ক্ষেত্রে মন্ত্রীর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। কনফুসিয়াস বলেছেন, রাজা যদি মন্ত্রীর পরামর্শ গ্রহণ না করেন, তবে মন্ত্রী পদত্যাগ করে সেই স্বৈরাচারী রাজাকে বর্জন করবেন।
(3) প্রজা: কনফুসিয়াস যদিও বিপ্লবের ধারণাকে মেনে নেননি। তবু তিনি মনে করেছেন, যদি প্রজাদের শাস্তির ভীতি প্রদর্শন করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়, তাহলে তারা কারাগারের বাইরে থাকার চেষ্টা করবে বটে, কিন্তু কোনও সম্মান বা লজ্জাবোধ তাদের থাকবে না। প্রজাকে ভিত্তি করে গড়ে ওঠা শাসক যদি জনগণের আস্থা হারায়, তাহলে তার পতন নিশ্চিত।
সরকারি কর্মীনিয়োগে কনফুসীয়বাদ
প্রাচীন কাল থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে চিনে সরকারি কর্মচারী নিয়োজিত হত। পরীক্ষা এবং কর্মী বাছাইয়ের ক্ষেত্রে কনফুসীয় মতবাদের প্রভাব ছিল।
(1) মেধা পরীক্ষা: চিনে প্রতিযোগিতামূলক মেধা পরীক্ষায় মূলত তিনটি (বাণিজ্য, বিজ্ঞান, প্রশাসন) বিষয় থাকত। এ ছাড়া তাদের চিনের ইতিহাস ও কনফুসীয় মতবাদেও জ্ঞানী হতে হত।
(2) বাছাই পদ্ধতি: এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্যদের মধ্যে থেকে কর্মচারী বাছাই করা হত। এরপর তাদের নিয়োগ করা হত।
(3) কনফুসীয় বিধি: চিনে প্রশাসনিক কার্যে নবনিযুক্ত সিভিল সার্ভেন্টরা চারটি কনফুসীয় বিধি পালন করত। যথা- প্রামান্য তথ্য, আচরণ, রাজভক্তি, বিশ্বস্ততা। সুতরাং কনফুসীয়বাদ এভাবেই চিনের সমাজ ও রাষ্ট্রনীতি পরিচালনার কাজে সক্রিয় ছিল। পৃথিবীর অন্য কোথাও এত দীর্ঘকাল ধরে কোনও মতাদর্শ রাষ্ট্রনীতি ও সমাজজীবনকে প্রভাবিত করেনি।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর