![]() |
কলকাতা বন্দর স্থাপনের অনুকূল কারণগুলি আলোচনা করো। |
প্রাকৃতিক বা ভৌগোলিক কারণ
অবস্থান: বঙ্গোপসাগর থেকে প্রায় 128 কিমি অভ্যন্তরে হুগলি নদীর তীরে কলকাতা বন্দরটি অবস্থিত বলে এটি সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা মুক্ত।
প্রাকৃতিক পরিবেশ: কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জলবায়ু মৃদু প্রকৃতির, ভূমিরূপ সমতল যা বন্দর গড়ে ওঠার পক্ষে আদর্শ।
পশ্চাদভূমি: পশ্চিমবঙ্গসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ কলকাতা বন্দরের পশ্চাদ্ভূমি হওয়ায় এই বন্দর যথেষ্ট উন্নতি লাভ করেছে।
অর্থনৈতিক কারণ
পরিবহণ ব্যবস্থা : কয়েকটি জাতীয় সড়ক, পূর্ব, দক্ষিণ- পূর্ব রেলপথ এবং নদীপথে কলকাতা উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত রয়েছে বলে কলকাতা বন্দরের উন্নতি ঘটেছে। ও জেটির অস্তিত্ব এ জাহাজ মেরামতির সুযোগ: কলকাতা বন্দরে ৭টি জেটি আছে। খিদিরপুর ডক্ ও নেতাজি সুভাষ ডক্ নামে দুটি ডক্ এবং চটি ড্রাই-ডক্ রয়েছে যা জাহাজ মেরামতির কাজে ব্যবহৃত হয়।
শ্রমিকের সহজলভ্যতা : কলকাতা জনবহুল এলাকা বলে বন্দর সংক্রান্ত কাজের জন্য দক্ষ ও সুলভ শ্রমিক সহজেই পাওয়া যায়।