কলকাতা বন্দর স্থাপনের অনুকূল কারণগুলি আলোচনা করো

কলকাতা বন্দর স্থাপনের অনুকূল কারণগুলি আলোচনা করো
কলকাতা বন্দর স্থাপনের অনুকূল কারণগুলি আলোচনা করো।
কলকাতা বন্দর স্থাপনের অনুকূল কারণগুলি হল–

প্রাকৃতিক বা ভৌগোলিক কারণ

অবস্থান: বঙ্গোপসাগর থেকে প্রায় 128 কিমি অভ্যন্তরে হুগলি নদীর তীরে কলকাতা বন্দরটি অবস্থিত বলে এটি সামুদ্রিক ঝড়-ঝঞ্ঝা মুক্ত।

প্রাকৃতিক পরিবেশ: কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের জলবায়ু মৃদু প্রকৃতির, ভূমিরূপ সমতল যা বন্দর গড়ে ওঠার পক্ষে আদর্শ।

পশ্চাদভূমি: পশ্চিমবঙ্গসহ সমগ্র উত্তর-পূর্ব ভারতের রাজ্যসমূহ, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ কলকাতা বন্দরের পশ্চাদ্‌ভূমি হওয়ায় এই বন্দর যথেষ্ট উন্নতি লাভ করেছে।

অর্থনৈতিক কারণ

পরিবহণ ব্যবস্থা : কয়েকটি জাতীয় সড়ক, পূর্ব, দক্ষিণ- পূর্ব রেলপথ এবং নদীপথে কলকাতা উত্তর, পূর্ব, উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত রয়েছে বলে কলকাতা বন্দরের উন্নতি ঘটেছে। ও জেটির অস্তিত্ব এ জাহাজ মেরামতির সুযোগ: কলকাতা বন্দরে ৭টি জেটি আছে। খিদিরপুর ডক্ ও নেতাজি সুভাষ ডক্ নামে দুটি ডক্ এবং চটি ড্রাই-ডক্ রয়েছে যা জাহাজ মেরামতির কাজে ব্যবহৃত হয়।

শ্রমিকের সহজলভ্যতা :
কলকাতা জনবহুল এলাকা বলে বন্দর সংক্রান্ত কাজের জন্য দক্ষ ও সুলভ শ্রমিক সহজেই পাওয়া যায়। 

মূলধনের প্রাচুর্য: বন্দরের উন্নতিতে মূলধন বিনিয়োগকারী সংস্থার অভাব না থাকায় কলকাতা বন্দর উন্নতি লাভ করেছে। 

ঐতিহাসিক কারণ

ইংরেজ বণিক ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবদান: 1911 খ্রিস্টাব্দ পর্যন্ত কলকাতা ভারতের রাজধানী ছিল। ব্যবসা- বাণিজ্যের প্রয়োজনেই ইংরেজ বণিকরা হুগলি নদীর তীরে কলকাতা বন্দরটি গড়ে তুলেছিল।

Leave a Comment