![]() |
কালবৈশাখী / নরওয়েস্টার কী |
নামকরণ: মূলত বৈশাখ মাসে এই ঝড় হয় বলে একে ‘কালবৈশাখী’ বলে। উত্তর-পশ্চিম (North-west) দিক থেকে আসে বলে এই ঝড়ের নাম Norwester।
উৎপত্তি: গ্রীষ্মকালে অধিক উন্নতার কারণে ছোটোনাগপুর মালভূমি অঞ্চল ল্যাটেরাইট সমৃদ্ধ হওয়ায় অধিক উয় হওয়ার কারণে যে গভীর নিম্নচাপ সৃষ্টি হয় তার জন্য উত্তরের শীতল বায়ু এবং দক্ষিণের সমুদ্রের আর্দ্র বায়ু চারিদিক থেকে দ্রুতগতিতে ছুটে আসে এবং দুই বায়ুর (বিপরীতধর্মী) সংঘর্ষে কালবৈশাখী নামক ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়।
বৈশিষ্ট্য: এর ফলে গরমের উষ্ণতা প্রায় 5° – 10° C কমে এবং আবহাওয়া আরামদায়ক হয়। এই ঝড়ের গতিবেগ থাকে ঘণ্টায় 60-80 কিমি। কালবৈশাখীতে অনেক সময় শিলাবৃষ্টি হয়। অসমে এই ঝড় বরদৈছিলা নামে পরিচিত।
প্রভাব: তীব্র ঝড়ের কারণে প্রচুর গাছপালা ভেঙে পড়ে। শহরাঞ্চলে এই কারণে অনেকক্ষেত্রে রাস্তা বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। অল্প সময়ে অধিক বৃষ্টির ফলে রাস্তাঘাট জলমগ্ন হয়ে পড়ে। বজ্রপাতের ফলে মানুষের মৃত্যু ঘটে।