![]() |
গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার? যে-কোনো এক প্রকারের উদাহরণসহ পরিচয় দাও। |
সরল বাক্য: যে বাক্যে একটিমাত্র উদ্দেশ্য এবং একটিমাত্র বিধেয় থাকে, তাকে সরল বাক্য বলা হয়। সরল বাক্যে একটিমাত্র সমাপিকা ক্রিয়া থাকে। যেমন, ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। এই বাক্যে ‘ছেলেমেয়েরা’ হল উদ্দেশ্য। আর ‘পরীক্ষা দিচ্ছে’ অংশটি বিধেয়। এই বাক্যে একটিই সমাপিকা ক্রিয়া, সেটি হল ‘দিচ্ছে’। অনেক সময় সরল বাক্যের ক্রিয়াপদটি আবার উহ্যও থাকতে পারে। যেমন-হিমালয় পর্বত তুষারাবৃত। এই বাক্যে ‘হয়’ সমাপিকা ক্রিয়াটি উহ্য আছে। প্রকৃতপক্ষে বাক্যটি হল- হিমালয় পর্বত হয় তুষারাবৃত।
সরল বাক্যের ক্ষেত্রে এক বা একাধিক অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন, সুমনা বাড়ি গিয়ে লিখতে বসবে। এই বাক্যটি একটি সরল বাক্য। এখানে মূল সমাপিকা ক্রিয়া ছাড়াও একটি অসমাপিকা ক্রিয়া রয়েছে।
অনেক সময় সরল বাক্যে কর্তাটি উহ্য থাকে। যেমন, তাড়াতাড়ি কাজ সারো। এই বাক্যে কর্তা ‘তুমি’। কিন্তু সেটি এখানে উহ্য আছে। আবার কখনো-কখনো সরল বাক্যে একাধিক বিশেষ্যপদ অব্যয় দ্বারা যুক্ত বা অব্যয়হীন অবস্থায় থাকতে পারে। যেমন, রবি আর রাজা দুই ভাই। বা-তুমি, আমি, কেউই এ কথা জানতাম না।