গণভোেট বলতে কী বোঝো

গণভোেট বলতে কী বোঝো?

গণভোট: আইনসভার খসড়া বিলকে আইনে পরিণত করার আগে সম্মতির জন্য জনসাধারণের কাছে পেশ করার পদ্ধতিকে গণভোট বা গণনির্দেশ বলা হয়। এক্ষেত্রে জনসাধারণ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে ভোটের মাধ্যমে আইনসভার খসড়া বিলকে সম্মতি দিলে তা আইনে পরিণত হয়, নতুবা তা বালিত বলে গণ্য হয়।

Leave a Comment