![]() |
চিনে তাইপিং বিদ্রোহ সম্পর্কে একটি টীকা লেখো। |
বিদ্রোহের কারণ বা প্রেক্ষাপট
মাঞ্চু সরকারের অপদার্থতা: বিভিন্ন সমস্যায় জেরবার অপদার্থ মাঞ্চু শাসকের দুর্বলতার সুযোগে বিদেশি শক্তিগুলি চিনে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতা বিস্তার করে, যার ফলে চিনা জনগণ ক্ষুব্ধ হয়।
দুর্নীতিগ্রস্ত প্রশাসন: চিনা সরকারের অধীনস্থ রাজকর্মচারীরা অর্থনৈতিক সংকটের সময় অতিরিক্ত অর্থ আদায়ের জন্য দরিদ্র কৃষকদের উপর করের বোঝা চাপিয়ে দেয়। ফলে জনগণ বিদ্রোহের পথ বেছে নেয়।
দেশবাসীর দুরবস্থা: ১৮৪৭ খ্রিস্টাব্দের খরা (হুনান প্রদেশে) এবং ১৮৫০ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষের সময় চিনা জনগণ সরকারের কাছ থেকে বিন্দুমাত্র সাহায্য পায়নি। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি, রোগের প্রকোপ, বেকারত্ব চিনাবাসীর অবস্থা সঙ্গীন করে তোলে।
ধর্মীয় কারণ: কনফুসীয় ধর্মমতের উপর ক্রমশ আস্থা হারিয়ে ফেলে চিনবাসী। এমতাবস্থায় হ্যাং-শিউ-চুয়ান তাইপিং নামে নতুন ধর্ম প্রচার করেন। চিনে ধর্মরাজ্য প্রতিষ্ঠার কথা ঘোষিত হয়। ফলে দলে দলে সাধারণ চিনা জনগণ এই নতুন ধর্মে যোগদান করে।
বিদ্রোহের সূচনা, প্রসার ও দমন
প্রকৃতি
- এই বিদ্রোহ প্রথমে বুর্জোয়া শ্রেণি কর্তৃক শুরু হলেও পরবর্তীতে এর মূল চালিকাশক্তি ছিল কৃষক সম্প্রদায়।
- এই বিদ্রোহে দরিদ্র শ্রেণি থেকে নেতৃবর্গের উত্থান ঘটেছিল।
- জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদ্রোহীরা নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য অগ্রসর হয়।
ফলাফল
- সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কার: তাইপিং বিদ্রোহের ফলে চিনে সর্বপ্রথম সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের প্রয়োজনীয়তা অনুভূত হয়, ফলে রক্ষণশীলতার প্রাচীর ভেঙে চিন প্রগতিশীলতার পথ অনুসরণ করতে শিখেছিল। শুধু তাই নয়, এই বিদ্রোহ চিনের জনগণের মধ্যে এক রাজনৈতিক সচেতনতার জন্ম দিয়েছিল।
- গণবিপ্লব: তাইপিং বিদ্রোহে কৃষক, শ্রমিক, কারিগরের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই বিদ্রোহকে একাধারে মাঞ্জু শাসনবিরোধী ও অন্যদিকে বিদেশিবিরোধী করে তুলেছিল।
- পরবর্তী বিদ্রোহের পটভূমি রচনা: তাইপিং বিদ্রোহ বিভিন্ন কারণে ব্যর্থ হলেও এই বিদ্রোহ চিনা জনগণের মনে যে রাজবংশ-বিরোধী মনোভাবের জন্ম দিয়েছিল তা পরবর্তী বিদ্রোহের পটভূমি রচনা করে দেয়।