“চুর হয়ে থাকে তার মধ্যিখানে”-কার মধ্যে, কে চুর হয়ে থাকে? চুর হয়ে থাকার ফলে ওই ব্যক্তির কী হয়?

অংশটি লেখক সৈয়দ মুজতবা আলীর ‘পঞ্চতন্ত্র’ গল্পের অন্তর্গত ‘বই কেনা’ রচনা থেকে নেওয়া হয়েছে।

পাঁড় পাঠক অর্থাৎ বইয়ের ভক্ত পাঠক বইয়ের মধ্যে চুর হয়ে থাকে। পাঠকের প্রথমে বই কিনতে কষ্ট হলেও পরে সে বই কেনার নেশায়। আসক্ত হয় এবং পাগলের মতো বই কিনতে থাকে। লেখকের মতে, বই কেনা বা বই পড়ার নেশা মানুষের কোনো শারীরিক বা মানসিক ক্ষতি করে না, পরিবর্তে উন্নতি হয়।

Leave a Comment