জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল

জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল
জাপান কেন পার্ল হারবার আক্রমণ করেছিল
উত্তর প্রশান্ত মহাসাগরের বুকে হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত পার্লহারবার ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটি ৭ ডিসেম্বর ১৯৪১ খ্রিস্টাব্দে জাপান পার্ল হারবারে বিমান আক্রমণ চালিয়ে নৌঘাঁটিকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। এই ঘটনাই ‘পার্ল হারবারের ঘটনা’ নামে পরিচিত।

পার্ল হারবার ঘটনার প্রেক্ষাপট

জাপানের সাম্রাজ্যবাদে আঘাত : ওয়াশিংটন বৈঠকে যুক্তরাষ্ট্র বিভিন্ন চুক্তির দ্বারা জাপানের সাম্রাজ্যবাদকে ছেঁটে ফেলে। জাপানকে ইঙ্গ-জাপান মিত্রতা চুক্তি খারিজ করতে বাধ্য করে মিত্রহীন করা হয়। এর ফলে দূর প্রাচ্যে জাপানের সাম্রাজ্যবাদ বাধাপ্রাপ্ত হয়।

চিনকে আমেরিকার সাহায্য : ১৯৩৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় চিন-জাপান যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র চিনকে সাহায্য পাঠাতে শুরু করলে মার্কিন-জাপান সম্পর্ক খারাপ হয়। চিনে মার্কিন সাহায্য জাপান সহ্য করতে চায়নি।

ইন্দোচিন নিয়ে মত বিরোধ: ১৯৪১ খ্রিস্টাব্দে জাপান ইন্দোচিন অঞ্চলে নিজস্ব নৌঘাঁটি সহ তৈল সমৃদ্ধ অঞ্চলগুলিতে আক্রমণ শুরু করলে আমেরিকা জাপানের বিরুদ্ধে অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করে। এবং ইন্দোচিন থেকে সেনা প্রত্যাহারের দাবি জানায়।

জাপান-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল :
১৯৪১ খ্রিস্টাব্দে মস্কো-টোকিও চুক্তি স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ১৯১১ খ্রিস্টাব্দে জাপান-মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল করে জাপানে লোহা ও পেট্রোলিয়ামজাত পণ্য রপ্তানি বন্ধ করে দেয়। উপরন্তু তাদের দেশে রপ্তানি জমা অর্থ বাজেয়াপ্ত করার কথা ঘোষণা করে। এর ফলে জাপান সমস্যায় পড়ে।

ইঙ্গ-মার্কিন-বেষ্টনী: পার্ল হারবারে মার্কিন নৌঘাঁটি ও সিঙ্গাপুরে ব্রিটিশ নৌঘাঁটি স্থাপনে জাপান ইঙ্গ-মার্কিন শক্তির দ্বারা বেষ্টিত হয় এবং জাপানকে দুই দিক থেকে সাঁড়াশির বাহুর মতো চেপে ধরে।

পার্ল হারবার আক্রমণ

ইতিমধ্যে জাপানের নতুন প্রধানমন্ত্রী তোজো আমেরিকার সাথে বোঝাপড়ায় আসতে তৎপর হন। এই উদ্দেশ্যে আলাপ-আলোচনার জন্য ওয়াশিংটনে দু’পক্ষের বৈঠক শুরু হয়। বৈঠক চলাকালীন ৭ ডিসেম্বর, ১৯৪১ খ্রিস্টাব্দে অ্যাডমিরাল নেগুচির নেতৃত্বে জাপানের বিমান বাহিনী পার্ল হারবারে ব্যাপক বোমা বর্ষণ শুরু করে। ১৫ টি সাবমেরিন, ৭২ টি যুদ্ধ জাহাজ ও ৩৩৫ টি বোমারু বিমান আক্রমণে পার্ল হারবার নৌঘাঁটিটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। পার্ল হারবার ঘটনার পরের দিন অর্থাৎ ৮ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সক্রিয় ভাবে মিত্রশক্তির পক্ষে যুদ্ধে যোগ দেয়। এর ফলে প্রাচ্যের ভূখণ্ডে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে।

Leave a Comment