জোহানেস গুটেনবার্গ কে ছিলেন? আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কারে তাঁর অবদান লেখো

আধুনিক মুদ্রণযন্ত্রের আবিষ্কারক ছিলেন জার্মানির বিজ্ঞানী জোহানেস গুটেনবার্গ।
গুটেনবার্গের অবদান
পঞ্চদশ শতকে ইউরোপে প্রথম আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয়। আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন জার্মানির জোহানেস গুটেনবার্গ। জার্মানির মেইন্জ শহরে গুটেনবার্গ জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি ছেলেন একজন স্বর্ণকার। দীর্ঘকাল ধরে নানা পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে তিনি পঞ্চদশ শতকের মধ্যভাগে আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন।
(1) ধাতব টাইপ আবিষ্কার: পেশাগতভাবে স্বর্ণকার জার্মানির অধিবাসী গুটেনবার্গ ১৪৩৯ খ্রিস্টাব্দ নাগাদ ধাতব টাইপের উদ্ভাবন করে তা দিয়ে মুদ্রণ করা শুরু করেন।
(2) মুদ্রণ বিষয়ে পরীক্ষানিরীক্ষা: গুটেনবার্গ নিরলসভাবে মুদ্রণ ব্যবস্থার উন্নতির জন্য নানা পরীক্ষানিরীক্ষা করেন। তৈলাক্ত কালি ও কাঠের মুদ্রণ প্রেস ব্যবহার করে মুদ্রণ ব্যবস্থাকে আরও এক ধাপ উন্নত করেন।
(3) আধুনিক মুদ্রণযন্ত্র আবিষ্কার : ১৪৫০ খ্রিস্টাব্দে অবশেষে গুটেনবার্গ জার্মানির মেইন্জ শহরে সর্বপ্রথম মুদ্রণযন্ত্র স্থাপন করেন। এজন্য তিনি বেশ কিছু অর্থ ধার করেছিলেন।
(4) প্রথম মুদ্রণ: গুটেনবার্গের মুদ্রণযন্ত্রে প্রথম একটি কবিতা মুদ্রিত হয়। কিন্তু পূর্ণাঙ্গ গ্রন্থ হিসেবে প্রথম ছাপা হয় বাইবেল, যাতে ৪২টি লাইন ছিল। এজন্য একে ‘৪২ লাইনের বাইবেল’ বলা হয়। এটিকে ‘গুটেনবার্গ বাইবেল’ও বলা হয়।
(5) মুদ্রণের প্রসার: জার্মানি থেকে গুটেনবার্গের আধুনিক মুদ্রণযন্ত্র ও মুদ্রণপ্রযুক্তি ইউরোপের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ে। ১৫০০ খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের বিভিন্ন ছাপাখানা থেকে ষাট লক্ষেরও বেশি বই ছাপা হয়।
মূল্যায়ন
মুদ্রণযন্ত্রের আবিষ্কারের মাধ্যমে গুটেনবার্গ আধুনিক সভ্যতার সমস্ত দিককেই আলোকিত করেছেন। এই কারণে ১৯৯৭ খ্রিস্টাব্দে ‘টাইম লাইফ’ ম্যাগাজিন গুটেনবার্গের মুদ্রণযন্ত্র আবিষ্কারকে দ্বিতীয় সহস্রাব্দের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার বলে আখ্যা দিয়েছে।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর