![]() |
টীকা লেখো: এপ্রিল থিসিস। |
ভূমিকা
রাশিয়া তথা বিশ্ব ইতিহাসে ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব দুটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল-যথা “মার্চ বিপ্লব” এবং “নভেম্বর বিপ্লব”। মার্চ বিপ্লব নভেম্বর বিপ্লবে উত্তরণের মূলে ছিল বলশেভিক দলের নেতা লেনিনের সফল নেতৃত্ব আর উপযুক্ত রণকৌশল। লেনিনের এপ্রিল থিসিস (১৬ এপ্রিল, ১৯১৭ খ্রি.)।
এপ্রিল থিসিস ঘোষণার প্রেক্ষাপট
এপ্রিল থিসিসের প্রেক্ষাপটে দেখা যায়-
[১] কেরেনস্কি সরকারের ব্যর্থতা: মার্চ-বিপ্লবের পর কেরেনস্কির নেতৃত্বে রাশিয়ায় যে অস্থায়ী সরকার প্রতিষ্ঠিত হয়েছিল সেই সরকার রুশ সমাজের আমূল পরিবর্তন সাধনে ব্যর্থ হয়।
[২] বলশেভিকদের প্রচেষ্টা: বলশেভিক দল জনগণের বিক্ষোভকে সমাজতান্ত্রিক বিপ্লবের দিকে পরিচালিত করতে ১৬ এপ্রিল বলশেভিকদের নেতা লেনিন সুইজারল্যান্ড থেকে রাশিয়ায় ফিরে আসেন এবং বলশেভিক কর্মীদের সামনে তিনি “এপ্রিল থিসিস” ঘোষণা করেন।
এপ্রিল থিসিস-এর বিষয়বস্তু
লেনিনের ঘোষিত ‘এপ্রিল থিসিস’-এর বিষয়বস্তু হল-
(১) মার্চ বিপ্লবে সোভিয়েতগুলির প্রধান ভূমিকা ছিল, তাই সব ক্ষমতা সোভিয়েতগুলির হাতে ছেড়ে দিতে হবে।
(২) সোভিয়েতগুলির হাতে রাজনৈতিক ক্ষমতা আসার পর বলশেভিকদের কাজ হবে ‘সর্বহারাদের একনায়কতন্ত্র’ প্রতিষ্ঠা। এই সর্বহারাদের একনায়কতন্ত্রের – পরিচালনার দায়িত্ব থাকবে শ্রমিক শ্রেণির অগ্রণী বাহিনী বলশেভিক দলের হাতে,
(৩) রুশ জনগণের বহুদিনের দাবি-“শান্তি, খাদ্য ও জমি” পূরণ করা হবে। এই প্রসঙ্গে তিনি ঘোষণা করেন যে, বলশেভিকরা ক্ষমতায় আসলে সেনাদলকে শান্তি, শ্রমিকদেরকে খাদ্য বা রুটি এবং কৃষকদের জমি দেওয়া হবে।
এপ্রিল থিসিস-এর গুরুত্ব
কারণ: বলশেভিক দলের জনপ্রিয়তা বৃদ্ধি : লেনিনের নেতৃত্বে বলশেভিক দল “শান্তি, খাদ্য ও জমি” এই তিনটি বিষয়ের উপর জনমত গঠনের মাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠে।