খৈয়াম-এর সম্পূর্ণ নাম ওমর খৈয়াম। তিনি ছিলেন বিখ্যাত ফারসি কবি, দার্শনিক, গণিতবিদ এবং জ্যোতির্বিদ।
লেখক সৈয়দ মুজতবা আলী তাঁর ‘বই কেনা’ রচনায় বই পড়া ও বই কেনা প্রসঙ্গে ওমর খৈয়াম এবং তাঁর কবিতা তুলে ধরেছেন। ওমর খৈয়াম একটি চার লাইনের কবিতার মাধ্যমে জানিয়েছেন, আমাদের রুটি বা খাদ্য একদিন শেষ হয়ে যাবে, নেশার দ্রব্য মদ ফুরিয়ে যাবে, রোমান্টিক নারী বা প্রেমিকার রূপের প্রতি নেশা বা ভালোবাসাও একদিন শেষ হয়ে যাবে কিন্তু ভালো, উৎকৃষ্ট বই থেকে যাবে চিরকালের জন্য। অর্থাৎ সবকিছু শেষ হয়ে গেলে বা ফুরিয়ে গেলেও বই থাকে চিরযৌবনা। তাই তিনি তাঁর মৃত্যুর পর যেসব জিনিস সঙ্গে নেবেন তার মধ্যে বই থাকবে সর্বপ্রথমে।