তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী

তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী – আজকের পর্বে তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী তা আলোচনা করা হল।

তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী

তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী
তাওবাদী জীবনযাপনের ধারণাটি কী
আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে চিনে তাওবাদী ধর্ম ও দর্শনের প্রবর্তন করেন লাওৎ-জু। তাওবাদী জীবনযাপনের ধারণা হল প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া এবং জোর করে কিছু পরিবর্তন করার চেষ্টা না করা। তাওবাদীরা বিশ্বাস করে যে, মানুষের জীবনযাপনের সহজ ও স্বাভাবিক পথ রয়েছে, এবং মানুষের উচিত সেই পথ অনুসরণ করা। যেমন-

উ-ওয়েই

উ-ওয়েই হল ‘কর্মহীন কর্ম’র ধারণা। এটি হল প্রাকৃতিক প্রবাহের সাথে মানুষের সমন্বয় রাখা এবং জোর করে কিছু পরিবর্তনের চেষ্টা না করার নীতি।

জ্যো

জ্যো হল ‘নমনীয়তা’র ধারণা। এটি শক্তি প্রদর্শনের চেয়ে নমনীয়তার প্রদর্শনের উপর জোর দেয়।

পু

পু হল ‘সরলতা’র ধারণা। এটি জীবনের সরল জিনিসগুলিতে মনোযোগ দেওয়ার নীতি।

জ হল ‘প্রাকৃতিকতা’র ধারণা। এটি প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে জীবনযাপনের নীতি।

উপসংহার

তাওবাদ পরবর্তীকালে সুপরিকল্পিত ধর্মীয় সংগঠন গড়ে তুলেছে। তাওবাদ আজও চিন-সহ বিভিন্ন দেশে যথেষ্ট জনপ্রিয়। বর্তমান বিশ্বে তাওবাদ অনুগামী মানুষের সংখ্যা প্রায় ১ কোটি ২০ লক্ষ। তাওবাদের ধর্মগ্রন্থের নাম তাও তাং এবং তাও মন্দিরের নাম ‘কুয়ান’। কুয়ান শব্দের অর্থ হল ‘দেখা’। তাওবাদী ধর্মগুরু বা পুরোহিতদের বলা হয় তাওশিদ।

Leave a Comment