তাওবাদী ধারণায় দে’ ও ‘জিরান’ কী? তাওবাদী দর্শনের মূল লক্ষ্যগুলি লেখো

চিনের কনফুসিয়াস মতবাদের মতো অপর একটি প্রাচীন মতধারা হল তাওবাদ। তাওবাদে ধর্ম ও দর্শনের যেসব পথ ও পদ্ধতির কথা বলা হয়েছে, তার মধ্যে দে এবং জিরানের ধারণাটি অন্যতম।
(1) দে: দে (De) হল তাও-এর সক্রিয় অভিব্যক্তি। এটি একটি গুণবাচক শব্দ। একজন ব্যক্তি এই গুণ অনুশীলনের মাধ্যমে তাওবাদের লক্ষ্যে পৌঁছোতে পারবেন। প্রথাগত কনফুসীয় মতে, এটি এমন একপ্রকার নৈতিক গুণ বা শক্তি, যা তাও অনুসরণ এবং উ-ওয়েই অনুশীলনের ফলে বিকশিত হবে।
(2) জিরান: তাওবাদের মূল ধারণা এবং মূল্যবোধ হল জিরান (Ziran)। এটি তাও-এর সঙ্গে একসাথে চলার পথ। সরলতা, অন্যের প্রকৃতি বোঝার ক্ষমতা, মনের কৃচ্ছসাধন, ধ্যান প্রভৃতির মাধ্যমে জিরান লাভ করা যায়। জলপ্রপাত, ঝরনা প্রভৃতি প্রাকৃতিক শক্তির মধ্যে জিরানের উপস্থিতি লক্ষ করা যায়।
(3) তাওবাদী দর্শনের মূল লক্ষ্য: মানবজীবনের পূর্ণতাপ্রাপ্তি হল তাওবাদী দর্শনের মূল লক্ষ্য। এই লক্ষ্যলাভে সাহায্যকারী অন্যান্য উদ্দেশ্য হল-
- মানুষ ও প্রকৃতির মধ্যে ভারসাম্য রক্ষা করা।
- প্রকৃতির আবর্তনের সঙ্গে সামঞ্জস্যবিধানের মাধ্যমে শান্তিলাভ।
- লাওৎসি উল্লিখিত পাঁচটি প্রাকৃতিক নৈতিকতার পথ, যথা- অসুখী হওয়ার কারণ, অসুখী হওয়ার পথ, সুখী হওয়ার পথ, প্রকৃতির পথ, আদর্শ রাষ্ট্রপ্রতিষ্ঠা-এগুলির অনুসন্ধান করা।
আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর