বক্তা
‘পঁচিশে বৈশাখ’ রচনার লেখক সৈয়দ মুজতবা আলী আলোচ্য উক্তিটির বক্তা।
মপাসাঁ ও চেখফের পরিচয়
‘টাকাটিপ্পনী’ অংশে প্রদত্ত ‘মপাসাঁ’ ও ‘চেখফ’ টীকা দুটি অনুসরণে লেখো।
যিনি, যেক্ষেত্রে
সার্বভৌম কবি রবীন্দ্রনাথ ঠাকুর বর্তমান বিশ্বের বিস্ময়। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। সাহিত্যের সর্বক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। বাংলা সাহিত্যের ছোটোগল্পের সার্থক ও সর্বশ্রেষ্ঠ রূপকার তিনি। তাঁর ছোটোগল্পগুলি শুধুমাত্র বাংলা নয় সমগ্র বিশ্বের অমূল্য সম্পদ। সৈয়দ মুজতবা আলীর মতে, ছোটোগল্পের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর মপাসাঁ ও চেখফকে ছাড়িয়ে হয়ে উঠেছেন শ্রেষ্ঠ ও অনন্য।