![]() |
দুটি করে উদাহরণসহ ‘গুচ্ছধ্বনি’ ও ‘যুক্তধ্বনি’-র পরিচয় দাও। |
গুচ্ছধ্বনি
পাশাপাশি উচ্চারিত দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছধ্বনি বলে। গুচ্ছধ্বনির মাঝে কোনো স্বরধ্বনি থাকে না। তবে স্বরধ্বনি না-থাকলেও দলসীমা থাকে অর্থাৎ দুটি ব্যঞ্জনের প্রথমটি পূর্ববর্তী দলের ও শেষেরটি পরবর্তী দলের অংশ বলে গণ্য হয়। গুচ্ছধ্বনি শব্দের অভ্যন্তরে থাকে সীমানায় নয়, বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা দুশোরও বেশি। তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা আটটি, চারটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় মাত্র একটি।
উদাহরণ: উত্তর [ut-tar], যন্ত্র [Jan-tro], সংস্কৃত [Sons-krito]
যুক্তধ্বনি
যে ব্যঞ্জনধ্বনির সমাবেশগুলি শব্দের আদ্য অবস্থানে বা দলের আদিতে উচ্চারিত হতে পারে সেগুলিকে যুক্তধ্বনি বলে। যুক্তধ্বনির সমাবেশ গুচ্ছধ্বনির তুলনায় বেশি পাকাপোক্ত। কারণ মাঝে কোনো দলসীমা থাকে না। দুটি ব্যঞ্জন সমাবেশের যুক্ত ধ্বনিতে প্রথম ব্যঞ্জনটি [স/s] নয়তো দ্বিতীয় ব্যঞ্জনটি [র/r] হয়।
উদাহরণ: যেমন- প্র-প্রাণ, স্প-স্পষ্ট।
বাংলায় অন্য ভাষা, প্রধানত ইংরেজি থেকে আগত যুক্তধ্বনিগুলি হল- ফ্রাই, ট্রাম।
শব্দের অন্তেও যুক্তধ্বনি উচ্চারিত হয় তবে তা কৃতঋণ শব্দে। যেমন: ট্যাক্স, দোস্ত।
তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশ যুক্তধ্বনি। যেমন: স্ত্রী, স্পৃহা।