দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিলেন?

ভূমিকা

সচরাচর বলা হয় যে, হিটলার কর্তৃক পোল্যান্ড আক্রমণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাই অধিকাংশ ঐতিহাসিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনার জন্য হিটলারকেই একতরফা দায়ী করেছেন।

হিটলারের দায়িত্ব

থার্ড রাইখ গঠন: হিটলার জার্মান জাতির শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য অ-জার্মান অঞ্চলগুলিকে গ্রাস করে জার্মান জাতির বিকাশ ও বৃহত্তর জার্মান সাম্রাজ্য (থার্ড রাইখ) স্থাপনের জন্য প্রয়োজনীয় ভূখণ্ড অর্জন করতে চেয়েছিলেন। অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ (race) এবং ভূখণ্ড (space) ছিল হিটলারের আগ্রাসী বিদেশ নীতির মূল আদর্শ।

ভার্সাই সন্ধিকে অগ্রাহ্য করে রণসজ্জা:
ভার্সাই সন্ধির সামরিক নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে হিটলারের নাতসি দলের প্রত্যক্ষ মদতে জার্মানিতে অসংখ্য সামরিক ও আধাসামরিক প্রাইভেট আর্মি ও গুপ্ত পুলিশ সংগঠন গড়ে উঠতে থাকে। জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে জার্মানিতে বাধ্যতামূলক সামরিক শিক্ষা চাপানো হয়। এ ছাড়া আন্তর্জাতিক আইন ভঙ্গ করে জার্মানি সামরিক উপকরণ তৈরি করে যুদ্ধের প্রস্তুতি শুরু করে।

হিটলার সুপরিকল্পিতভাবে আগ্রাসী কার্যকলাপের দিকে ধাবিত হন। 

  • ১৯৩৪ খ্রিস্টাব্দে পোল্যান্ডের সঙ্গে ১০ বছরের অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন, 
  • ১৯৩৫ খ্রিস্টাব্দে ইটালির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন, 
  • রাইন অঞ্চলে জার্মান সৈন্য পাঠালেন, 
  • এরপর ১৯৩৮ খ্রিস্টাব্দ থেকে পূর্ব ও দক্ষিণ-পূর্ব ইউরোপে বিস্তারধর্মী পদক্ষেপ গ্রহণ করলেন, 
  • ১৯৩৯ খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন এবং 
  • ১৯৩৯ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন। 
  • ১৯৩৭ খ্রি: হিটলার অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী সুসনিগকে জার্মানির সঙ্গে অস্ট্রিয়ার সংযুক্তি যুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করেন। 
  • লিথুয়ানিয়ার কাজ থেকে মোমেল অধিকার করেন এবং পোলিশ করিডর দাবি করেন। 
  • ১৯৩৪ খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার নাতসি দলের সাহায্যে অতর্কিত আক্রমণ করেন। 

উপরোক্ত তথ্যগুলি আলোচনা করলে বোঝা যায় হিটলারের আগ্রাসন ও ধাপ্পাবাজি নীতির জন্য দীর্ঘকাল ধরে পশ্চিমি জনমত দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলারকেই দায়ী করেছেন।

Leave a Comment