নাইট কারা? নাইটদের সম্পর্কে যা জান লেখো

নাইট কারা? নাইটদের সম্পর্কে যা জান লেখো

অথবা, ইউরোপের নাইটদের সম্পর্কে টাকা লেখো

নাইট কারা? নাইটদের সম্পর্কে যা জান লেখো
নাইট কারা? নাইটদের সম্পর্কে যা জান লেখো

নাইট

মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যোদ্ধা শ্রেণির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। ইউরোপের এই বীরযোদ্ধা শ্রেণি নাইট নামে পরিচিত ছিল।

(1) নিয়োগ : সাধারণত অভিজাত বা সামন্ত পরিবারের সন্তানরাই নাইট হিসেবে মনোনীত হতেন। এই অর্থে তাঁরা ছিলেন উচ্চবংশীয় যোদ্ধা শ্রেণি। তবে নাইট হিসেবে নিয়োগের আগে ছোটো থেকেই তাঁদের নানা নৈতিক শিক্ষাগ্রহণের পাশাপাশি যুদ্ধবিদ্যাতেও দক্ষতা অর্জন করতে হত।

(2) আদর্শ : মধ্যযুগে ইউরোপের নাইটরা শিভ্যালরি আদর্শ বা আচরণবিধি মেনে চলতেন। নাইটদের যেসকল আদর্শ মেনে চলতে হত, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল-নারী জাতির মর্যাদা রক্ষা, যুদ্ধ ও ধর্ম পালন করা ইত্যাদি।

অবদান

সামন্ততান্ত্রিক ব্যবস্থায় যোদ্ধা শ্রেণি হিসেবে নাইটদের নানা সামরিক দায়দায়িত্ব পালন করতে হত। মূলত সামন্তপ্রভুদের নিরাপত্তা রক্ষার প্রয়োজনে নাইটদের নিয়োগ করা হত। কিন্তু তার পাশাপাশি বৈদেশিক শত্রুর মোকাবিলা করা, প্রভুর অধীনস্ত প্রজাদের রক্ষা করা, নারী জাতির সম্ভ্রম রক্ষা করা প্রভৃতি অন্যান্য দায়দায়িত্বও তাঁদের পালন করতে হত। এজন্য সামন্তপ্রভুরা নাইটদের নিয়ে একটি প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতেন।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment