পশ্চিমবঙ্গের উপকূলীয় ও তরাই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো

পশ্চিমবঙ্গের উপকূলীয় ও তরাই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো
পশ্চিমবঙ্গের উপকূলীয় ও তরাই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো।

পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য

জলবায়ুর প্রকৃতি: উপকূল অঞ্চলে সমুদ্রের উপস্থিতির জন্য জলবায়ু সমভাবাপন্ন।

উষ্ণতা : গ্রীষ্মকালীন গড় উষ্ণতা প্রায় 24°C ও শীতকালীন গড় উষ্ণতা প্রায় 15°C

বৃষ্টিপাত : বার্ষিক গড় বৃষ্টিপাত 160 – 180 সেমি।

ঘূর্ণিঝড়: শরৎকালে ‘আশ্বিনের ঝড়ের’ প্রকোপ দেখা যায়। মাঝে মধ্যে সাইক্লোনের প্রভাবও দেখা যায়।

তরাই অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য

প্রকৃতি: তরাই অঞ্চলের জলবায়ু উষ্ণ ও আর্দ্র প্রকৃতির।

উষ্ণতা: গ্রীষ্মকালের গড় উন্নতা থাকে 25°C 30°C শীতকালের গড় উয়তা 12°C থাকে।

আর্দ্রতা: তরাই অঞ্চলের বাতাসের আপেক্ষিক আর্দ্রতা গড়ে 70%-এর বেশি থাকে।

বৃষ্টিপাত: তরাই অঞ্চলে বর্ষাকালে প্রচুর বৃষ্টি হয়। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 300 400 সেমি। এই অঞ্চলের বক্সাদুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান।

অন্যান্য বৈশিষ্ট্য: আর্দ্রতার আধিক্যের জন্য এখানে সারাবছর ভিজে স্যাঁতসেঁতে আবহাওয়া বিরাজ করে। তাই অঞ্চলটির নাম ‘তরাই’।

Leave a Comment