পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো

পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো
পশ্চিমবঙ্গের চা শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা করো।
চা উৎপাদনে ভারতে পশ্চিমবঙ্গের স্থান দ্বিতীয়। এ রাজ্যের চা শিল্পের উন্নতির কারণগুলি হল-

অনুকূল প্রাকৃতিক পরিবেশ: পশ্চিমবঙ্গের চা শিল্প- কেন্দ্রগুলি দার্জিলিং, কালিম্পং এবং তরাই ও ডুয়ার্স অঞ্চলে গড়ে উঠেছে। এই অঞ্চলের প্রচুর বৃষ্টিপাত (বছরে 200 সেমির বেশি), পরিমিত উষ্ণতা (20° 27° সেঃ), ঢালু জমি, আম্লিক পডজল মৃত্তিকা চা চাষের পক্ষে আদর্শ হওয়ায় চা শিল্পের কাঁচামাল চা পাতার অভাব হয় না।

দক্ষ শ্রমিকের প্রাচুর্য: চা পাতা থেকে পানীয় চা উৎপাদন করার কাজে প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন। পার্বত্য অঞ্চলের কর্মদক্ষ ও পরিশ্রমী শ্রমিকের প্রাচুর্য চা শিল্পের উন্নতির অন্যতম কারণ।

উন্নত পরিবহণ ব্যবস্থা: চা পাতা সঠিক সময়ে কারখানায় পৌঁছানো ও উৎপন্ন চা বাজারে পাঠানোর জন্য উন্নত পরিবহণ ব্যবস্থার প্রয়োজন। দার্জিলিং হিমালয় রেলওয়ে ও সড়কপথ এই রাজ্যের চা শিল্পের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে।

মূলধনের জোগান: চা শিল্প স্থাপনের প্রাথমিক পর্যায়ে ইংরেজ ব্যবসায়ীরা প্রচুর মূলধন বিনিয়োগ করে এবং স্বাধীনতার পর বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান ও শিল্পপতিরা শিল্পোন্নয়নের প্রয়োজনীয় মূলধনের জোগান দিয়ে চলেছেন।

বনভূমির অবস্থান :
দার্জিলিং ও কালিম্পং হিমালয়ের সরলবর্গীয় অরণ্য এবং তরাই ও ডুয়ার্স অঞ্চলের বনভূমি থেকে চা-এর প্যাকিং বাক্স তৈরির কাঠ সহজেই পাওয়া যায়।

বন্দরের সুবিধা: কলকাতা ও হলদিয়া বন্দরের মাধ্যমে বিদেশে চা রপ্তানি করার সুবিধা এই শিল্পের উন্নতি ঘটিয়েছে।

চাহিদা : দার্জিলিং-এর চা স্বাদ ও গন্ধে পৃথিবী বিখ্যাত হওয়ায় দেশ-বিদেশের বাজারে এর বিপুল চাহিদা রয়েছে, যা এই শিল্পের বিকাশকে ত্বরান্বিত করেছে।

সরকারি নীতি: বর্তমানে পশ্চিমবঙ্গ সরকার ও কেন্দ্র সরকার চা শিল্পের উন্নতির জন্য কলকাতায় চা বোর্ড এবং কলকাতা ও শিলিগুড়িতে চা নিলাম কেন্দ্র স্থাপন করেছে।

Leave a Comment