পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবগুলি লেখো

পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবগুলি লেখো
পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবগুলি লেখো।
পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয় পর্বতের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরে দার্জিলিং ও কালিম্পং জেলা এবং সংলগ্ন নেপাল-সিকিম ও ভুটানের হিমালয় পর্বত পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। যেমন – –

বৃষ্টিপাত সংগঠন: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটায়। যেমন হিমালয়ের পাদদেশে অবস্থিত আলিপুরদুয়ার জেলার বক্সা-দুয়ারে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হয়।

তাপমাত্রার নিয়ন্ত্রক: ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে। দার্জিলিং হিমালয়ের উচ্চতা বেশি হওয়ায় ওখানে সারা বছর তাপমাত্রা কম থাকে। শীতকালে গড় তাপমাত্রা 0°C -4°C এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 10°C – 16°C হয়। হিমালয় পর্বতের অবস্থানের জন্যই দার্জিলিং পশ্চিমবঙ্গের শীতলতম জেলা।

তীব্র শীত থেকে রক্ষা: মধ্য এশিয়ার সাইবেরিয়ার অতি শীতল বায়ু দার্জিলিং হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়। ফলে, পশ্চিমবঙ্গ তীব্র শীতলতার হাত থেকে রক্ষা পায়।

শীতল বাতাস :
শীতকালে উত্তরের হিমালয় অঞ্চল থেকে মৃদু শীতল বাতাস দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হতে থাকে। ফলে শীতের প্রকোপ বৃদ্ধি পায়।

তুষারাবৃত পর্বতশৃঙ্গ: অধিক উচ্চতার কারণে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের কিছু অঞ্চলে তুষারপাত হয়, ফলে পর্বতশৃঙ্গগুলি তুষারাবৃত থাকে।

কুয়াশাচ্ছন্ন পরিবেশ: পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় অঞ্চলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার কারণে এবং শীতল প্রকৃতির জলবায়ুর কারণে প্রায় সারা বছরই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে। 

সুতরাং, উপরিউক্ত কারণগুলি থেকে বোঝা যায় যে, হিমালয় পর্বত পশ্চিমবঙ্গোর জলবায়র ওপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছে।

Leave a Comment