![]() |
পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর হিমালয়ের প্রভাবগুলি লেখো। |
বৃষ্টিপাত সংগঠন: দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু হিমালয় পর্বতে বাধা পেয়ে প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টি ঘটায়। যেমন হিমালয়ের পাদদেশে অবস্থিত আলিপুরদুয়ার জেলার বক্সা-দুয়ারে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি বৃষ্টি হয়।
তাপমাত্রার নিয়ন্ত্রক: ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় ততই তাপমাত্রা কমতে থাকে। দার্জিলিং হিমালয়ের উচ্চতা বেশি হওয়ায় ওখানে সারা বছর তাপমাত্রা কম থাকে। শীতকালে গড় তাপমাত্রা 0°C -4°C এবং গ্রীষ্মকালে গড় তাপমাত্রা 10°C – 16°C হয়। হিমালয় পর্বতের অবস্থানের জন্যই দার্জিলিং পশ্চিমবঙ্গের শীতলতম জেলা।
তীব্র শীত থেকে রক্ষা: মধ্য এশিয়ার সাইবেরিয়ার অতি শীতল বায়ু দার্জিলিং হিমালয়ে বাধাপ্রাপ্ত হয়। ফলে, পশ্চিমবঙ্গ তীব্র শীতলতার হাত থেকে রক্ষা পায়।
শীতল বাতাস : শীতকালে উত্তরের হিমালয় অঞ্চল থেকে মৃদু শীতল বাতাস দক্ষিণবঙ্গের দিকে প্রবাহিত হতে থাকে। ফলে শীতের প্রকোপ বৃদ্ধি পায়।
তুষারাবৃত পর্বতশৃঙ্গ: অধিক উচ্চতার কারণে পশ্চিমবঙ্গের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের কিছু অঞ্চলে তুষারপাত হয়, ফলে পর্বতশৃঙ্গগুলি তুষারাবৃত থাকে।
কুয়াশাচ্ছন্ন পরিবেশ: পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয় অঞ্চলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কম হওয়ার কারণে এবং শীতল প্রকৃতির জলবায়ুর কারণে প্রায় সারা বছরই কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে।