![]() |
পশ্চিমবঙ্গের জলসম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। |
পশ্চিমবঙ্গ জলসম্পদে সমৃদ্ধ একটি রাজ্য। ভারতের মোট জলসম্পদের প্রায় 7.5% পশ্চিমবঙ্গে রয়েছে। পশ্চিমবঙ্গের অসংখ্য নদনদী, খাল, জলাশয় ও হ্রদের মধ্যে ভূপৃষ্ঠস্থ জল (surface water) রূপে এবং মাটির নীচে ভৌমজল (ground water) রূপে এই জলসম্পদ বিরাজমান।
জলসম্পদের উৎসস্থানগুলি নিম্নে আলোচনা করা হল–
জলসম্পদের উৎসস্থানগুলি নিম্নে আলোচনা করা হল–
নদনদী: ভাগীরথী-হুগলি, তিস্তা, তোর্সা, জলঢাকা, মহানন্দা, দামোদর, অজয়, ময়ূরাক্ষী, রূপনারায়ণ, কংসাবতী, সুবর্ণরেখা, হলদি, মাতলা, গোসাবা, সপ্তমুখী, ঠাকুরান, রায়মঙ্গল, জলঙ্গী প্রভৃতি।
খাল: মেদিনীপুর খাল (পশ্চিমবঙ্গের দীর্ঘতম, 540 কিমি), ইডেন খাল, হিজলী খাল, দামোদর খাল প্রভৃতি উল্লেখযোগ্য।
জলাশয় ও হ্রদ : সাঁতরাগাছি ঝিল, নলবন, রবীন্দ্রসরোবর, অহিরন ঝিল, গাজোল ডোবা, তিলপাড়া বাঁধ, সাহেব বাঁধ, বল্লভপুর ঝিল, আলিপুর লেক, রায়গঞ্জ হ্রদ, চিত্তরঞ্জন লেক, ডাবুর চর প্রভৃতি। এ ছাড়া পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চল ভৌমজলে সমৃদ্ধ হওয়ায় অসংখ্য কূপ ও নলকূপ খনন করা হয়েছে।
জলসম্পদের ওপর নির্ভর করে পশ্চিমবঙ্গকে তিনটি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। যথা–
(i) উত্তরবঙ্গ- 63%।
(II) পশ্চিমের মালভূমি ও রাঢ় অঞ্চল- 22% ।
(iii) ভাগীরথীর পূর্বের সমভূমি অঞ্চল 15%।