![]() |
পশ্চিমবঙ্গের তরাই অঞ্চলের অপর নাম ডুয়াস বা দুয়ার কেন? |
‘তরাই’ কথার অর্থ ‘স্যাঁতসেঁতে নিম্ন ভূমি’। পশ্চিমবঙ্গের উত্তরে হিমালয়ের পাদদেশের স্যাঁতসেঁতে ভূমিকে তরাই বলে। এই তরাই অঞ্চলের অপর নাম ডুয়ার্স।
কারণ – ‘ডুয়ার্স’ কথার অর্থ হল দরজা (door)। তরাই -এর পূর্ব দিকে আলিপুরদুয়ারের উত্তর অংশকে ডুয়ার্স বলে। এই পথ দিয়ে ভুটানের পার্বত্য অঞ্চলে প্রবেশ করা হয়। যেহেতু তরাই অঞ্চলের মধ্য দিয়ে ভুটানে প্রবেশ করা হয়, তাই তরাই অঞ্চলের অপর নাম ডুয়ার্স।