পশ্চিমবঙ্গের পর্যটনশিল্পের সমস্যাগুলি লেখো

পশ্চিমবঙ্গের পর্যটনশিল্পের সমস্যাগুলি লেখো
পশ্চিমবঙ্গের পর্যটনশিল্পের সমস্যাগুলি লেখো।
পশ্চিমবঙ্গ পর্যটনশিল্পে উন্নতি লাভ করেছে, কিন্তু এই শিল্পক্ষেত্রে বেশ কিছু সমস্যা দেখা যায়। যথা–

পরিবেশের অবনমন: পশ্চিমবঙ্গের অধিকাংশ পর্যটন কেন্দ্রে পর্যটকদের ফেলা নোংরা-আবর্জনা পরিবেশের অবনমন ঘটায়। ফলে, পর্যটনকেন্দ্রগুলির গুরুত্ব হ্রাস পায়। 

পরিসেবার অভাব: এ রাজ্যের অনেক ভ্রমণ সংস্থা অধিক মুনাফা লাভের আশায় কম গুণগত মানসম্পন্ন খাদ্য পরিবেশন করে, উপযুক্ত পরিসেবাও দান করে না। 

চোরা শিকারি : পশ্চিমবঙ্গের অভয়ারণ্য, জাতীয় উদ্যানগুলিতে চোরা শিকারিদের বাড়বাড়ন্ত ও পরিবেশের অবনমনের ফলে জীববৈচিত্র্য ক্রমশ হ্রাস পাচ্ছে। যেমন- এই কারণে সুন্দরবনে রয়‍্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা হ্রাস পেয়েছে। 
পরিকল্পনার অভাব: পর্যটন কেন্দ্রগুলিতে হোটেল, লজ প্রভৃতি সুপরিকল্পিতভাবে তৈরি না হওয়ার ফলে প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট হচ্ছে, পরিবেশের অবনমন ঘটছে। যেমন- দিঘার ঝাউ বন হ্রাসের ফলে সমুদ্রতরঙ্গের দ্বারা ক্ষয় বৃদ্ধি পেয়েছে, দার্জিলিং-এর পার্বত্য ঢালে অধিক গাছ কাটার ফলে ধসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। 
গাইড সমস্যা: এ রাজ্যে পর্যটকদের প্রতি কিছু গাইডদের দুর্ব্যবহার, ঠকানোর প্রবণতা এই শিল্পের চরম ক্ষতি করছে।

পরিকাঠামোর অভাব: পশ্চিমবঙ্গের অধিকাংশ পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের উপযুক্ত পরিসেবা প্রদানের জন্য উন্নত পরিকাঠামোর অভাব রয়েছে। 

চুরি: পর্যটন কেন্দ্রের বিভিন্ন ঐতিহ্যময় বস্তু চুরি (রবীন্দ্রনাথের নোবেল) হয়ে যাওয়ার ফলে এই শিল্পের চরম ক্ষতি হচ্ছে। 
পানীয় জলের অভাব: এ রাজ্যের সকল পর্যটন কেন্দ্রে পরিস্তুত জলের সুবন্দোবস্তের অভাব রয়েছে।

বিদেশি পর্যটকদের সমস্যা: সঠিক গাইডের অভাবে বিদেশি পর্যটকরা এ রাজ্যে নানান সমস্যার সম্মুখীন হন। যেমন- ভাষাগত সমস্যা, খাদ্যের সমস্যা, যাতায়াতের সমস্যা প্রভৃতি। 

অববোধ: এ রাজ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে বা অকারণে প্রায়ই রাস্তা, রেলপথ অবরোধ হয়, যার ফলে পর্যটকরা চরম ভোগান্তির মধ্যে পড়েন।

Leave a Comment