পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো

পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো
পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা ও সম্ভাবনা আলোচনা করো।

পশ্চিমবঙ্গের পাট শিল্পের সমস্যা

পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি হল-

কাঁচা পাটের অভাব :
এ রাজ্যে উন্নতমানের কাঁচা পাটের উৎপাদন কম। তাছাড়া, বর্তমানে পাট চাষ তেমন লাভজনক না হওয়ায় কৃষকদের মধ্যে পাট চাষে অনীহা দেখা যায়। ফলে কাঁচা পাটের জোগানে ঘাটতি দেখা যায়।

বিকল্প দ্রব্যের ব্যবহার বৃদ্ধি: বর্তমানে বিকল্প দ্রব্য হিসেবে নাইলন, পলিথিন, ম্যানিলাহেম্প, কাপড় ও কাগজের থলে প্রভৃতির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত দ্রব্যের গুরুত্ব ব্যাপকভাবে হ্রাস পাচ্ছে।

পুরোনো যন্ত্রপাতি: পশ্চিমবঙ্গের পাটকলগুলি যেমন পুরোনো তেমনি যন্ত্রপাতিগুলিও পুরোনো। ফলে, পাটজাত দ্রব্যের উৎপাদন কম, উৎপাদন ব্যয় বেশি এবং গুণগত মান নিম্ন।

অনিয়মিত বিদ্যুৎ সরবরাহ  :
হুগলি শিল্পাঞ্চলের পাটকলগুলিতে বিদ্যুতের জোগান অত্যন্ত অনিয়মিত। তাই উৎপাদন প্রায়শই ব্যাহত হয়।

অধিক রপ্তানি শুল্ক: রপ্তানি শুল্ক বেশি হওয়ায় এ রাজ্যের পাটজাত দ্রব্যের দাম আন্তর্জাতিক বাজারে বেশি পড়ে।

তীব্র প্রতিযোগিতা: এ রাজ্যের পাটজাত দ্রব্যগুলি বর্তমানে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ, থাইল্যান্ড, নেপাল প্রভৃতি দেশের সঙ্গে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন।

শ্রমিক-মালিক বিরোধ :
ধর্মঘট, লকআউট, ছাঁটাই প্রভৃতি পশ্চিমবঙ্গের পাটকলগুলির নিত্যনৈমিত্তিক ঘটনা। ফলে উৎপাদন ব্যাহত হয়, পাটকলগুলি বন্ধ হয়ে যায়।

অন্যান্য সমস্যা: এ ছাড়া (1) পাট শিল্পে মূলধন বিনিয়োগে অনীহা, (ii) হুগলি নদীর নাব্যতা হ্রাস, (III) কারখানাগুলির পরিবেশের অবনমন প্রভৃতি সমস্যায় এ রাজ্যের পাট শিল্প জর্জরিত।

সম্ভাবনা

পাট শিল্পের সমস্যাগুলির সমাধানের ওপর গুরুত্ব দিলে এই শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা উজ্জ্বল। কারণ–

  • পাটের বিকল্প হিসেবে অধিকাংশ দ্রব্য, যেমন- নাইলন, পলিথিন প্রভৃতি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব নয়। কিন্তু পাটজাত দ্রব্য পরিবেশ ও স্বাস্থ্য সহায়ক হওয়ায় ভবিষ্যতে এর চাহিদা বৃদ্ধির সম্ভাবনা অতি উজ্জ্বল।
  • কৃত্রিম তন্তুজাত প্যাকিং দ্রব্যের মূল্য অধিক, তাই পাটজাত দ্রব্যের উৎপাদন ব্যয় ও রপ্তানি শুল্ক হ্রাস করতে পারলে আন্তর্জাতিক বাজার দখল করা পুনরায় সম্ভবপর হবে।
  • রাজ্যের চালু পাটকলগুলিকে আধুনিকীকরণ করতে পারলে পাট শিল্প পুনরুজ্জীবিত হবে বলে আশা করা যায়।
  • গবেষণার মাধ্যমে পাট থেকে আরও উন্নতমানের বস্ত্র, পরদা, চাদর, শৌখিন ব্যাগ, চটি, ক্যানভাস, গালিচা, গৃহসজ্জার উপকরণ, পাট ও রেশম মিশ্রিত কম্বল, ডাস্টার প্রভৃতি তৈরিতে গুরুত্ব দিলে পাটশিল্পের ভবিষ্যৎ পুনরায় উজ্জ্বল হবে।

Leave a Comment