পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত কেন

পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত কেন
পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত কেন
পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলের প্রধানত সক্রিয় বদ্বীপ অঞ্চলের মাটি লবণাক্ত প্রকৃতির। উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার দক্ষিণে অবস্থিত সুন্দরবন অঞ্চলের মাটি অধিক লবণযুক্ত বলে চাষের উপযোগী নয়। এখানে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ জন্মায়। এখানকার মাটি লবণাক্ত হওয়ার প্রধান কারণ হল – সমুদ্রের লোনা জলের অনুপ্রবেশ, এই বদ্বীপ অঞ্চলের উচ্চতা খুব কম, প্রায় 3-5 মিটার, অঞ্চলটি অসংখ্য খাঁড়ি, শাখানদী, বালুচরযুক্ত হওয়ায় জোয়ারের সময় অঞ্চলটি প্লাবিত হয় এবং ভাটার সময় জল সরে গেলে নবীন পলিমাটিযুক্ত দ্বীপ ও চরাগুলিতে প্রচুর লবণ কণার সঞ্চয় হতে দেখা যায়। বহু বছর ধরে মাটিতে এভাবে লবণ কণা সঞ্চয়ের ফলে এখানকার মাটি লবণাক্ত হয়ে গেছে।

Leave a Comment