পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও

পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও
পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নের অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও।
পশ্চিমবঙ্গ ভারতের একটি অন্যতম শিল্পোন্নত রাজ্য। কুটির শিল্প থেকে শুরু করে তথ্য প্রযুক্তি শিল্প সবক্ষেত্রেই এই রাজ্য উন্নতি লাভ করেছে। এ রাজ্যের শিল্পোন্নতির কারণগুলি হল –

কাঁচামালের সহজলভ্যতা: শিল্পের প্রয়োজনীয় কৃষিজ ও খনিজ উভয় কাঁচামালই এ রাজ্যে পাওয়া যায়। যেমন পাট শিল্পের কাঁচা পাট, চা শিল্পের চা, চিনি শিল্পের আখ, পশম শিল্পের তুঁত প্রভৃতি হল কৃষিজ কাঁচামাল। অপরদিকে রানিগঞ্জের কয়লাকে কেন্দ্র করে লৌহ-ইস্পাত শিল্প বিকাশলাভ করেছে।

শক্তিসম্পাদর প্রাচুর্য: পশ্চিমবঙ্গের বক্রেশ্বর, ব্যান্ডেল, সাঁওতালডিহি, কোলাঘাট, ফারাক্কা, কাশিপুর, টিটাগড়, বজবজ প্রভৃতি তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মাইথন-পাঞ্চেৎ, তিলাইয়া, জলঢাকা, ছোটো রঙ্গিত প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্রগুলি শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎশক্তির জোগান দেয়।

অনুকূল জলবায়ু :
পশ্চিমবঙ্গের জলবায়ু উষ্ণ-আর্দ্র মৌসুমি প্রকৃতির যা বিভিন্ন শিল্প বিকাশের সহায়ক।

জলের প্রাচুর্য : পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, ফলে যে-কোনো শিল্পের প্রয়োজনীয় জলের অভাব এ রাজ্যে হয় না।

উন্নত পরিবহণ ব্যবস্থা: পশ্চিমবঙ্গে পূর্ব রেলপথ, দক্ষিণ-পূর্ব রেলপথ, 2, 5, 6, 34, 41 নম্বর জাতীয় সড়কপথ, রাজ্য সড়কপথ, আকাশপথ ও জলপথ (হুগলি নদী) জালের মতো বিস্তার লাভ করে রয়েছে। ফলে, এ রাজ্যে কাঁচামাল ও শিল্পজাত দ্রব্য পরিবহণে কোনো অসুবিধা হয় না।

বন্দরের সুবিধা: পশ্চিমবঙ্গের প্রধান দুটি বন্দর হল কলকাতা ও হলদিয়া। এই দুই বন্দরের সাহায্যে কাঁচামাল, যন্ত্রপাতি আমদানি এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির সুবিধা রয়েছে।

শ্রমিকের সহজলভ্যতা :
জনবহুল পশ্চিমবঙ্গ এবং প্রতিবেশী রাজ্যগুলি (বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা প্রভৃতি) থেকে শিল্পের প্রয়োজনীয় দক্ষ শ্রমিক সহজেই পাওয়া যায়।

চাহিদা:
পশ্চিমবঙ্গ একটি জনবহুল রাজ্য। তাই এ রাজ্যে শিল্পজাত পণ্যের চাহিদা বিপুল। এই চাহিদা পরোক্ষভাবে শিল্পোন্নয়নে সহায়তা করে।

মূলধনের প্রাচুর্য: শিল্প স্থাপনে প্রচুর মূলধনের প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গে বহু ব্যাংক, লগ্নিকারী সংস্থা ও শিল্পপতিরা রয়েছেন। তাই শিল্পের প্রয়োজনীয় মূলধন সহজেই পাওয়া যায়।

অনুকূল সরকারি নীতি: পশ্চিমবঙ্গের সরকার দ্বারা গৃহীত শিল্পনীতি শিল্প বিকাশের অনুকূল এবং রাজ্য সরকার শিল্পোন্নয়নে সদাসচেষ্ট।

Leave a Comment