![]() |
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন |
সুন্দরবন, গাঙ্গেয় বদ্বীপের সক্রিয় অংশ। এই অঞ্চলে অসংখ্য সংকীর্ণ নদী ফানেল আকৃতির উপত্যকা সৃষ্টি করেছে। এদের খাঁড়ি বলে। সুন্দরবন অঞ্চলে খাঁড়ি সৃষ্টির কারণ–
জোয়ারভাটার প্রভাব: বঙ্গোপসাগরের জল জোয়ারের সময় নদী দিয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসে, আবার ভাটার সময় ফিরে যায়। এর ফলে নদী উপত্যকায় ফানেল আকৃতির খাঁড়ি সৃষ্টি হয়।
ভূমির অবনমন : ভূমিরূপ বিশেষজ্ঞরা মনে করেন ভূমির অবনমনের ফলে সুন্দরবনে অসংখ্য খাঁড়ি সৃষ্টি হয়েছে।
নদীর চওড়া মোহনা: মোহানার কাছে সমুদ্রের তরঙ্গের আঘাতে নদীর আকৃতি ফানেলের মত হয়। তাই নদী মোহানায় খাঁড়ি সৃষ্টি হয়।