পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন

পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন
পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে খাঁড়ি দেখা যায় কেন
সুন্দরবন, গাঙ্গেয় বদ্বীপের সক্রিয় অংশ। এই অঞ্চলে অসংখ্য সংকীর্ণ নদী ফানেল আকৃতির উপত্যকা সৃষ্টি করেছে। এদের খাঁড়ি বলে। সুন্দরবন অঞ্চলে খাঁড়ি সৃষ্টির কারণ–

জোয়ারভাটার প্রভাব: বঙ্গোপসাগরের জল জোয়ারের সময় নদী দিয়ে ক্রমশ স্থলভাগের দিকে এগিয়ে আসে, আবার ভাটার সময় ফিরে যায়। এর ফলে নদী উপত্যকায় ফানেল আকৃতির খাঁড়ি সৃষ্টি হয়।

ভূমির অবনমন : ভূমিরূপ বিশেষজ্ঞরা মনে করেন ভূমির অবনমনের ফলে সুন্দরবনে অসংখ্য খাঁড়ি সৃষ্টি হয়েছে।

নদীর চওড়া মোহনা: মোহানার কাছে সমুদ্রের তরঙ্গের আঘাতে নদীর আকৃতি ফানেলের মত হয়। তাই নদী মোহানায় খাঁড়ি সৃষ্টি হয়।

Leave a Comment