প্রথম ক্রুসেড সম্পর্কে কী জান

প্রথম ক্রুসেড সম্পর্কে কী জান

অথবা, প্রথম ক্রুসেডের বিবরণ দাও

প্রথম ক্রুসেড সম্পর্কে কী জান
প্রথম ক্রুসেড সম্পর্কে কী জান

ভূমিকা

খ্রিস্টানরা তাদের পুণ্যভূমি জেরুজালেম পুনরুদ্ধার ও তার পবিত্রতা রক্ষার উদ্দেশ্যে মূলত ধর্মযুদ্ধে শামিল হয়েছিল। ১০৯৬ খ্রিস্টাব্দ থেকে ১২৯১ খ্রিস্টাব্দ পর্যন্ত খ্রিস্টান ও মুসলমানদের মধ্যে আটটি ক্রুসেড বা ধর্মযুদ্ধ সংঘটিত হয়েছিল। এগুলির মধ্যে প্রথম ক্রুসেড ছিল বিশেষ গুরুত্বপূর্ণ।

(1) প্রেক্ষাপট: সেলজুক তুর্কি মুসলমানরা মেনজিকার্টের যুদ্ধে (১০৭১ খ্রিস্টাব্দ) বাইজানটাইন সম্রাটকে পরাস্ত করে জেরুজালেম দখল করে নেয়। এরপর তুর্কিরা খ্রিস্টান তীর্থযাত্রীদের নানাভাবে অত্যাচার শুরু করে। এমতাবস্থায় বাইজানটাইন সম্রাট প্রথম আলেক্সিয়াস সম্ভাব্য তুর্কি আক্রমণের ভয়ে ভীত হয়ে পোপ দ্বিতীয় আরবানের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেন। এর কিছুদিনের মধ্যেই • সম্রাটের আবেদনে সাড়া দিয়ে পোপ দ্বিতীয় আরবান ফ্রান্সের ক্লেরমন্ট শহরে একটি সভা আহ্বান করেন। পোপ এই সভায় জ্বালাময়ী ভাষণের মধ্য দিয়ে জেরুজালেম পুনরুদ্ধারের জন্য ধর্মযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন। ১০৯৬ খ্রিস্টাব্দে পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে খ্রিস্টান ধর্মযোদ্ধারা প্রথম মুসলমানদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

(2) অভিযানের বিবরণ: ১০৯৬ খ্রিস্টাব্দের আগস্ট মাস নাগাদ হাজার হাজার খ্রিস্টান ধর্মযোদ্ধারা জেরুজালেমের উদ্দেশ্যে অভিযান শুরু করে। সন্ন্যাসী পিটার দ্য হারমিটের নেতৃত্বে জলপথে তুরস্কে পৌঁছোনোর পরই তারা সেলজুক তুর্কি বাহিনীর কাছে বিধ্বস্ত হয়। কিন্তু ডিউক রবার্ট, গডফ্রে, ওয়াল্টার পিটার, রেমন্ড প্রমুখ সমরনায়ক এবং নাইট বাহিনীর বীরত্বপূর্ণ লড়াইয়ে তুর্কি মুসলমানরা পরাজিত হয়। ১০৯৭ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযোদ্ধারা নিসিয়া এবং ১০৯৮ খ্রিস্টাব্দে অ্যান্টিওক দখল করে। অ্যান্টিওক দখলের পর তারা জেরুজালেম দখলে অগ্রসর হয়।

(3) জেরুজালেম দখল:  ১০৯৯ খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মযোদ্ধারা তুর্কিদের কাছ থেকে জেরুজালেম দখল করে। সেইসঙ্গে তারা অসংখ্য বিধর্মী মুসলমানদের হত্যা করে। এরপর জেরুজালেমে একটি স্বাধীন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠিত হয় এবং ফ্রাঙ্ক সমরনায়ক গডফ্রেকে সেখানকার শাসক হিসেবে মনোনীত করা হয়।

ফলাফল

খ্রিস্টান ধর্মযোদ্ধারা প্রথম ক্রুসেডে বা ধর্মযুদ্ধে রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে মুসলমানদের বিরুদ্ধে শেষপর্যন্ত জয়লাভ করেছিল। অধ্যাপক কে আলি বলেছেন, প্রথম ক্রুসেড বা ধর্মযুদ্ধে জেরুজালেম দখলের পাশাপাশি খ্রিস্টান ধর্মযোদ্ধারা অ্যান্টিওক, এডেসা, ত্রিপোলি (সিরিয়া)-তে স্বাধীন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment