বড়ো স্কেল মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রকার বড়ো স্কেল মানচিত্রের পরিচয় দাও।

বড়ো স্কেল মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রকার বড়ো স্কেল মানচিত্রের পরিচয় দাও
বড়ো স্কেল মানচিত্র কাকে বলে? বিভিন্ন প্রকার বড়ো স্কেল মানচিত্রের পরিচয় দাও।
বড়ো স্কেল মানচিত্র : যে-সমস্ত মানচিত্র পৃথিবীর কোনো ছোটো অঞ্চল (গ্রাম, শহর) দেখানোর জন্য প্রস্তুত করা হয়, তাকে বড়ো স্কেল মানচিত্র বলে। যেমন 1 সেমি মানচিত্র দূরত্ব = 2 কিমি বাস্তব দূরত্ব- এই স্কেলে অঙ্কিত মানচিত্র। এই মানচিত্র থেকে অনেক বেশি বিস্তারিত তথ্য পাওয়া যায়।

বড়ো স্কেল মানচিত্রের প্রকারভেদ

বড়ো স্কেল মানচিত্রগুলি বিভিন্ন প্রকারের হয়। যথা–

মৌজা মানচিত্র (Cadastral Map): প্রধানত ভূমির দাগনম্বর অনুযায়ী যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে মৌজা মানচিত্র বা ক্যাডাস্ট্রাল ম্যাপ বলে। এই মানচিত্র সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল এই স্কেলে অঙ্কন করা হয়।

ভূবৈচিত্র্যসূচক মানচিত্র (Topographical Map) :
কোনো একটি স্থানের সঠিক অবস্থান, আয়তন এবং প্রাকৃতিক ও সাংস্কৃতিক বিষয়গুলি বিভিন্ন প্রচলিত প্রতীক চিহ্ন দ্বারা চিত্রায়িত করে তৈরি মানচিত্রকে ভূবৈচিত্র্যসূচক মানচিত্র বা টোপোগ্রাফিকাল ম্যাপ বলে। গ্রিক শব্দ ‘Topos’-এর অর্থ ‘স্থান’ এবং ‘Grapho’-এর অর্থ ‘আঁকা’। সাধারণত 1: 2,50,000, 1: 50,000, 1: 25,000 স্কেলে এই মানচিত্র অঙ্কন করা হয়।

নীল নকশা (Blue Print Map):
সাধারণত বাড়িঘর, অট্টালিকা, শহর, নগর, শিল্পকারখানা, পার্ক, গ্যালারি প্রভৃতি পরিকল্পিতভাবে নির্মাণের জন্য নীল রঙের কাগজের ওপর যে নকশা তৈরি করা হয় তাকে নীল নকশা বা ব্লুপ্রিন্ট বলে।

এলাকা মানচিত্র (Area Map): কোনো নির্দিষ্ট এলাকাকে যখন মানচিত্রে দেখানো হয় তখন তাকে এলাকা মানচিত্র বলে।

থানা মানচিত্র (Thana Map): কোনো থানার অন্তর্গত সমস্ত অঞ্চলকে দেখানোর জন্য যে মানচিত্র প্রস্তুত করা হয় তাকে থানা মানচিত্র বলে।

Leave a Comment