বলশেভিকদের সাফল্যের কারণ কী

বলশেভিকদের সাফল্যের কারণ কী
বলশেভিকদের সাফল্যের কারণ কী?

ভূমিকা

রাশিয়ায় ১৯১৭ খ্রিস্টাব্দের রুশ বিপ্লব বা বলশেভিক বিপ্লব দুটি পর্যায়ে সম্পন্ন হয়েছিল, যথা : ‘মার্চ বিপ্লব’ ও ‘নভেম্বর বিপ্লব’ বা বলশেভিক বিপ্লব।

বলশেভিক দলের, সাফল্যের কারণসমূহ

রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের পশ্চাতে একাধিক কারণ ছিল-

[১] কেরেনস্কি সরকারের ব্যর্থতা: রাশিয়াতে কেরেনস্কি সরকার খাদ্যাভাব, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অভাব দূর করতে পারেনি এবং এর ফলে কৃষক-শ্রমিক-সৈনিক সকলেই এই সরকারের বিরুদ্ধে অসন্তুষ্ট হয়ে উঠেছিল। রাজতন্ত্রের পতন, অস্থায়ী সরকারের ব্যর্থতা এসবের ফলে রাশিয়ায় রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয় এবং এই অবস্থায় বলশেভিক দল বিকল্প রাজনৈতিক শক্তিতে পরিণত হয়।

[২] জনগণের শান্তির চাহিদা : যুদ্ধকালীন অবস্থায় সৈন্যবাহিনী ও শহরের শ্রমজীবী মানুষের মনে অবসাদ ও হতাশাবোধ সৃষ্টি হয় এবং একারণেই তারা বলশেভিকদের প্রতি সমর্থন জানায়।

[৩] বলশেভিক দলের সুনিপুণ সংগঠন: বলশেভিক দলের সুনিপুণ সংগঠন এই দলকে সাফল্যের পথে নিয়ে যায়। মার্চ, ১৯১৭ খ্রিস্টাব্দ থেকে সুদীর্ঘ আটমাস ধরে বহু রকমের বাধা-বিপত্তি অতিক্রম করে বলশেভিক দল পরিস্থিতির পূর্ণ সদ্ব্যবহার করে বিপ্লব সম্পন্ন করে।

[৪] বিরোধী পক্ষে সংহতির অভাব : বিপ্লব-বিরোধী দলগুলির (বামপন্থী, মেনশেভিক ও দক্ষিণপন্থী ক্যাডেট) মধ্যে কোনো সংহতি ছিল না। তাদের কোনো সুস্পষ্ট মতাদর্শ ও সুসংহত কর্মসূচি ছিল না। তাই তারা সম্মিলিতভাবে বিপ্লবের বিরোধিতা করতে ব্যর্থ হয়েছিল। অর্থাৎ তাদের অনৈক্য ও জনপ্রিয়তার অভাব বলশেভিকদের সুবিধা করে দিয়েছিল।

[৫] লেনিনের নেতৃত্ব ও এপ্রিল থিসিস: লেনিনের বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্ব ছিল বলশেভিক দলের সাফল্যের প্রধানতম কারণ। কারণ, লেনিনই প্রথম গণতান্ত্রিক বিপ্লবকে সমাজতান্ত্রিক বিপ্লবে রূপান্তরিত করার আদর্শ প্রচার করেন এবং পরিস্থিতি অনুযায়ী বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করেন। লেনিন এক ঘোষণায় বলেন-বলশেভিক দল ক্ষমতায় আসলে সেনারা | পাবে শান্তি। কৃষকেরা পাবে জমি এবং শ্রমিকরা পাবে রুটি।

বলশেভিক বিপ্লবের সাফল্যের মূলে ছিল সমকালীন পরিস্থিতি আর বিপ্লবের সুসংহত সংগঠন ও সুযোগ্য নেতৃত্ব।

Leave a Comment