বিজ্ঞান কাকে বলে? আধুনিক বিজ্ঞানের সূচনা কীভাবে ঘটে

বিজ্ঞান কাকে বলে? আধুনিক বিজ্ঞানের সূচনা কীভাবে ঘটে

বিজ্ঞান কাকে বলে? আধুনিক বিজ্ঞানের সূচনা কীভাবে ঘটে
বিজ্ঞান কাকে বলে? আধুনিক বিজ্ঞানের সূচনা কীভাবে ঘটে

ভূমিকা

আধুনিক মানবসভ্যতা একান্তভাবেই বিজ্ঞান নির্ভর। বিজ্ঞানের কল্যাণেই মানুষের জীবনযাত্রা আমূল বদলে গেছে। যে দেশ বিজ্ঞানে যত বেশি উন্নত, সেই দেশ ও তার জনগণ শক্তি, সম্পদ, শিক্ষা ইত্যাদি বিষয়ে তত উন্নত।

(1) বিজ্ঞানের সংজ্ঞা: বিজ্ঞান বলতে সাধারণভাবে বলা হয় বিশেষ জ্ঞান আক্ষরিক অর্থে বিজ্ঞান বলতে বোঝায় তত্ত্ব ও তথ্যের জ্ঞান। (Knowledge of principles of facts)। আভিধানিক অর্থে বিজ্ঞান হল ‘সঞ্চিত ও সর্বজনগ্রাহ্য জ্ঞান, যা সাধারণ সত্য ও সাধারণ নীতির আবিষ্কারের ভিত্তিতে সুসংবদ্ধ ও সুশৃঙ্খল সর্বজনগ্রাহ্য জ্ঞান।’ স্যার উইলিয়াম ডাম্পিয়ারের মতে, বিজ্ঞান হল প্রাকৃতিক ঘটনাবলি ও তাদের পারস্পরিক সম্পর্ক সম্বন্ধে শৃঙ্খলাবদ্ধ জ্ঞান। তবে আধুনিক বিজ্ঞানের অনিবার্য শর্ত হল ব্যাপক পরীক্ষানিরীক্ষা এবং পর্যবেক্ষণ (Experiments and observation)।

(2) আদি বিজ্ঞান: আধুনিক বিজ্ঞানের সূচনা পঞ্চদশ শতকের পরবর্তী – কালে। কিন্তু তার আগেও বিজ্ঞান সম্পর্কিত জ্ঞানচর্চা জারি ছিল। এই আদি বিজ্ঞানের সূচনা ও চর্চা গ্রিস, আরব, চিন, জাপান, ভারতবর্ষে সাধিত হয়েছিল।

(3)  আধুনিক বিজ্ঞান: আধুনিক বিজ্ঞানের সূচনাকাল হিসেবে ইউরোপের রেনেসাঁ পর্বকে চিহ্নিত করা হয়। আদি বিজ্ঞানচর্চার সঙ্গে আধুনিক বিজ্ঞানচর্চার একটা সূক্ষ্ম প্রভেদ স্পষ্ট। আদি বিজ্ঞান ভাবনা, ধর্মতত্ত্ব বা দর্শন ভাবনা অথবা উভয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত ছিল। গ্রিসে বিজ্ঞান ছিল দর্শনশাস্ত্রের একটি অংশ। কিন্তু আধুনিক বিজ্ঞানের একটি স্বাধীন সত্ত্বা বর্তমান। পরীক্ষানিরীক্ষা এবং গভীর পর্যবেক্ষণ দ্বারাই আধুনিক বিজ্ঞানের সত্য প্রতিষ্ঠা করা হয়। নবজাগরণের যুগেও পরবর্তীকালে এই পরীক্ষামূলক ও পর্যবেক্ষণমূলক বিজ্ঞানচর্চার সূত্রপাত হয়েছে, যাকে আমরা আধুনিক বিজ্ঞান বলে চিহ্নিত করি।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment