বিবৃতিমূলক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো

বিবৃতিমূলক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো
বিবৃতিমূলক স্কেলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো।

বিবৃতিমূলক স্কেলের সুবিধাসমূহ

  • এই স্কেলে অঙ্ক কষার জটিলতা নেই।
  • এই স্কেল বোঝা খুব সহজ বলে মানচিত্র পাঠে অনভিজ্ঞ লোকেরও কোনো অসুবিধা হয় না। 
  • CGS ও FPS যে-কোনো একটি ইউনিটেই এটি প্রকাশ করা যায়। 
  • গাণিতিক পদ্ধতি দ্বারা ছবি আঁকার জটিলতা নেই। 
  • মাপজোখ, ভৌগোলিক যন্ত্রপাতি ইত্যাদির দরকার হয় না এই স্কেল প্রকাশ করার জন্য। 
  • মানচিত্রের দূরত্ব ও ভূমিভাগের দূরত্বের মধ্যে সহজে তুলনা করা যায়।

বিবৃতিমূলক স্কেলের অসুবিধাসমূহ

  • বিভিন্ন ভাষাভাষীর মানুষের পক্ষে এটি বোঝা কষ্টকর কারণ পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন একক থাকে। 
  • মানচিত্রটি বড়ো বা ছোটো করার সঙ্গে সঙ্গে স্কেলটি বড়ো বা ছোটো হয় না। 
  • CGS পদ্ধতি থেকে FPS পদ্ধতিতে বা উলটোটা রূপান্তর করা কষ্টকর। 
  • স্কেলটি সংখ্যায় প্রকাশিত হয় বলে চোখে দেখে স্কেল অনুধাবন করার সমস্যা দেখা দেয়।

Leave a Comment