ব্যক্তিগত ও সামাজিক জীবনে কনফুসিয়াস মতবাদের প্রভাবগুলি আলোচনা করো। আধুনিক সমাজে কনফুসিয়াসের মতবাদ কেন প্রাসঙ্গিক

ব্যক্তিগত ও সামাজিক জীবনে কনফুসিয়াস মতবাদের প্রভাবগুলি আলোচনা করো। আধুনিক সমাজে কনফুসিয়াসের মতবাদ কেন প্রাসঙ্গিক

ব্যক্তিগত ও সামাজিক জীবনে কনফুসিয়াস মতবাদের প্রভাবগুলি আলোচনা করো। আধুনিক সমাজে কনফুসিয়াসের মতবাদ কেন প্রাসঙ্গিক
ব্যক্তিগত ও সামাজিক জীবনে কনফুসিয়াস মতবাদের প্রভাবগুলি আলোচনা করো। আধুনিক সমাজে কনফুসিয়াসের মতবাদ কেন প্রাসঙ্গিক

ব্যক্তিগত ও সামাজিক জীবনে কনফুসীয় মতবাদের প্রভাব

কনফুসিয়াসের বক্তব্যের মূল বিষয় ছিল, সামাজিক ও রাষ্ট্রীয় সম্পর্ক, শান্তিশৃঙ্খলা ও চিনের সার্বিক উন্নতিসাধন। তিনি কোনও প্রথাগত ধর্মপ্রচারক ছিলেন না। তিনি ছিলেন নীতিধর্ম প্রচারক। ব্যক্তিগত ও সামাজিক জীবনে কনফুসীয় মতবাদের প্রভাবগুলি নিম্নরূপ-

(1) ব্যক্তিগত জীবন: ব্যক্তিগত জীবনে কনফুসিয়াসের মতাদর্শের প্রভাব ছিল যথেষ্ট। যথা-

  • কনফুসিয়াসবাদ মূলত জ্ঞান এবং শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে।
  • এই মতবাদ মানুষকে ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সততা ইত্যাদি নৈতিক গুণাবলির শিক্ষা দিয়ে থাকে।
  • কনফুসিয়াসের আদর্শ মানুষকে নিজ আবেগ নিয়ন্ত্রণ করতে শেখায় এবং পারিবারিক বন্ধনের উপর জোর দেয়।

(2) সামাজিক জীবন: সামাজিক জীবনে কনফুসিয়াসের ধ্যানধারণার প্রভাবগুলি হল-

  • কনফুসিয়াসের মতে, একটি শাসনব্যবস্থা স্থায়ী করার সর্বোত্তম উপায় হল ন্যায়পরায়ণতা, অস্ত্র এবং আইন। তিনি রাষ্ট্রযন্ত্রে একজন দয়ালু ও ন্যায়পরায়ণ শাসকের প্রয়োজনীয়তার কথা বলেছেন।
  • কনফুসীয়বাদে সামাজিক শৃঙ্খলা ও স্থিতিশীলতার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে।

আধুনিক সমাজে কনফুসিয়াসের মতবাদের প্রাসঙ্গিকতা 

বিশিষ্ট চিনা দার্শনিক কনফুসিয়াসের ভাবধারা কেবলমাত্র প্রাচীন কালেই নয়, বর্তমান কালেও নতুনভাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। যথা-

(1) কনফুসীয় মতবাদে বর্ণিত রেন অর্থাৎ, মানবিকতা, মানুষের প্রতি সহানুভূতি ও ন্যায়পরায়ণতার ধারণা আধুনিক সমাজের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ।

(2) কনফুসিয়াসের তত্ত্বে যে শিয়াও (পিতা-মাতার প্রতি শ্রদ্ধা ও আনুগত্য)-এর কথা বলা হয়েছে, সেই ধারণা বর্তমানেও পারিবারিক বন্ধন ও ঐতিহ্যকে দৃঢ় ভিত্তি প্রদান করে।

(3) লি অর্থাৎ, রীতিনীতি, শিষ্টাচার তথা সামাজিক আচরণের নিয়মকানুন এই সময়েও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে যথেষ্ট কার্যকরী।

(4) কনফুসীয়বাদে উল্লিখিত ঝং ইয়াং তথা মধ্যপন্থার ধারণা বর্তমানেও ব্যক্তিজীবনের সকলদিকে ভারসাম্য বজায় রাখার জন্য শিক্ষা দিয়ে থাকে। উপরোক্ত কারণে কনফুসিয়াসের চিন্তাধারা আজও প্রাসঙ্গিকতা হারায়নি। এটি বর্তমান কালে ব্যক্তি ও সমাজকল্যাণের জন্য নীতিগত নির্দেশিকা প্রদান করে।

আরও পড়ুন – নুন কবিতার বড় প্রশ্ন উত্তর

Leave a Comment