![]() |
ভারতীয় কৃষির সমস্যা সমাধানের উপায়গুলি লেখো |
ভারতীয় কৃষির সমস্যা সমাধানকল্পে গৃহীত ব্যবস্থাগুলি হল–
উচ্চফলনশীল বীজের ব্যবহার:
ভারতে কৃষিক্ষেত্রে ক্রমশ উচ্চফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই উদ্দেশ্যে ‘ভারতীয় কৃষি গবেষণা পরিষদ’ নিরলস কাজ করে চলেছে।
জলসেচের প্রসারণ:
কৃষিক্ষেত্রে জলসেচের প্রসার ঘটানোর জন্য ভারতে বহু বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি জলসেচ ব্যবস্থা গড়ে উঠেছে। এ ছাড়া বহুমুখী নদী পরিকল্পনা রূপায়ণের মাধ্যমে সেচসেবিত কৃষিজমির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।
রাসায়নিক সারের ব্যবহার:
ভারতে কৃষি উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে রাসায়নিক সারের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বিভিন্ন রাষ্ট্রায়ত্ত সংস্থার অধীনে সারা ভারত জুড়ে বহু রাসায়নিক সার কারখানা স্থাপিত হয়েছে।
কৃষিক্ষেত্রে আধুনিকীকরণ:
কৃষিতে শ্রমশক্তি ও পশুশক্তির ব্যবহার কমিয়ে আধুনিক যন্ত্রপাতির (ট্র্যাক্টর, হারভেস্টর, পাওয়ার টিলার প্রভৃতি) ব্যবহার বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।
কৃষকদের আর্থিক সাহায্য:
ভারত সরকার কৃষকদের সহজ শর্তে ও স্বল্প সুদে ঋণদানের ব্যবস্থা করেছে। এক্ষেত্রে নাবার্ড (NABARD = National Bank for Agriculture and Rural Development) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
শিক্ষার প্রসার:
ভারতে কৃষিসংক্রান্ত গবেষণা ও শিক্ষার প্রসারের উদ্দেশ্যে আলাদা করে কৃষি গবেষণা ও শিক্ষাদপ্তর গঠিত হয়েছে।
কৃষিবিমার প্রবর্তন:
বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেমন- বন্যা, খরা, শিলাবৃষ্টি, আগুন প্রভৃতি কারণে ফসলের ক্ষতি হলে যাতে কৃষকরা ক্ষতিপূরণ পেতে পারে তার জন্য ভারতে কৃষিবিমার প্রবর্তন ঘটেছে।
জমি পুনরুদ্ধার:
পতিত ও অনাবাদি জমি পুনরুদ্ধার করে কৃষিজমির পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে।
মৃত্তিকা সংরক্ষণ :
ধাপ চাষ, সমোন্নতি চাষ, শস্যাবর্তন প্রভৃতি আধুনিক কৃষিব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে মৃত্তিকা সংরক্ষণের ওপর জোর দেওয়া হচ্ছে।
ভূমিসংস্কার নীতি:
প্রকৃত কৃষকদের মধ্যে কৃষিজমি বণ্টন করার উদ্দেশ্যে ভারতে ভূমিসংস্কার নীতির সার্থক রূপায়ণ ঘটেছে।