ভারতের কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযোগিতা কতখানি

ভারতের কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযোগিতা কতখানি
ভারতের কৃষিতে খাল দ্বারা জলসেচের উপযোগিতা কতখানি
ভারতের মোট সেচসেবিত জমির প্রায় 29.2% জমিতে খাল দ্বারা জলসেচ করা হয়। খাল দ্বারা জলসেচের প্রধান উপযোগিতাগুলি হল- 

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে জলসেচ : খালের মাধ্যমে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কৃষিজমিতে জলসেচ করা যায়। 
উর্বরতা বৃদ্ধি: খালের জলের সঙ্গে বাহিত পলি কৃষিজমিতে পড়ে জমির উর্বরতা বৃদ্ধি পায়। 

বন্যা নিয়ন্ত্রণ: বর্ষার সময় নদীর অতিরিক্ত জল খালের মধ্যে সরবরাহ করে বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। 
রক্ষণাবেক্ষণ ব্যয় কম: খাল খননের পর রক্ষণাবেক্ষণের ব্যয় অনেক কম হয়। 
ভৌমজল সংকট: অতিরিক্ত ব্যবহারের ফলে ভৌমজল দ্রুত হ্রাস পাচ্ছে। তাই কূপ-নলকূপের পরিবর্তে সেচখালের ব্যবহারের উপযোগিতা বেশি।

Leave a Comment